দেশ

কয়লার বকেয়া মেটাতে রাজ্যকে চিঠি দিল কেন্দ্র, ক্ষুব্ধ নবান্ন

টিডিএন বাংলা ডেস্ক : দেশজুড়ে কয়লার সঙ্কট। একাধিক রাজ্যে বিদ্যুৎ বিভ্রাট। কয়লা সঙ্কটের মধ্যে জ্বালানির বকেয়া অর্থ মেটাতে রাজ্যকে চিঠি দিল কেন্দ্র। কেন্দ্রীয় বিদ্যুৎসচিব অলোক কুমার কিছুদিন আগে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে চিঠি লিখে দু’হাজার কোটি টাকা বকেয়া মেটাতে অনুরোধ করেন। যার জেরে ক্ষুব্ধ রাজ্য সরকার। অনেকেই মনে করছেন, দেশজুড়ে যে ব্যাপক কয়লার ঘাটতি শুরু হয়েছে, সেই দিক থেকে নজর ঘোরাতেই এই পদক্ষেপ কেন্দ্রের।

নবান্ন সূত্রে খবর, ১৮ আগস্ট মুখ্য সচিবকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় বিদ্যুৎ সচিব। দেশের অর্থনীতিতে বৃদ্ধির সঙ্গে চাহিদা বেড়েছে বিদ্যুতের। এই চাহিদার অধিকাংশই কয়লা নির্ভর। তাই রাজ্যের উচিত সব বিদ্যুৎকেন্দ্রে কয়লার পর্যাপ্ত জোগান নিশ্চিত করা। রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগমের কাছে ৩১ জুলাই পর্যন্ত ২১৮২ কোটি টাকা বকেয়া রয়েছে। সেই টাকা ফেরত না পেলে কয়লার জোগান দিতে সমস্যা হতে পারে। তাই যত দ্রুত সম্ভব এই বকেয়া মেটানোর আর্জি জানিয়েছেন অলোক কুমার।

এই তাগাদার জেরে চটেছে নবান্ন। সূত্রের খবর, রাজ্যে এই মুহূর্তে কয়লার সঙ্কট নেই। যা কয়লা আছে তাতে পুজো ভালো ভাবেই মিটে যাবে। নবান্নের দাবি, এই তাগাদা অর্থহীন কারণ বকেয়া নিয়ম মেনে মাসিক কিস্তিতে মিটিয়ে দেওয়া হচ্ছে। বস্তুত দিল্লি, পাঞ্জাব, রাজস্থানের যে বিদ্যুৎ সঙ্কট দেখা দিয়েছে তাতে রাজ্যকেই দায়ী করেছে কেন্দ্র। কেন্দ্রের শীর্ষ সূত্র থেকে জানানো হয়েছে, এই সঙ্কট মেটাতে কয়লা যথেষ্ট পরিমাণে মজুদ আছে। কোল ইন্ডিয়া লিমিটেডের কাছে রাজ্যগুলি তাদের বকেয়া অর্থ শোধ করেনি। অন্যদিকে কেন্দ্রীয় কয়লা মন্ত্রী প্রহ্লাদ যোশি বলছেন, এই সঙ্কট তৈরির জন্য আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির পাশাপাশি অধিক পরিমাণ বৃষ্টিও দায়ী।

Related Articles

Back to top button
error: