বিধান নগরের মেয়র কে? কৌতুহল তুঙ্গে

টিডিএন বাংলা ডেস্ক : মাঝখানে দু জনের দল আলাদা হয়েছিল। বিধানসভা ভোটে ছিলেন একে অপরের প্রতিদ্বন্দী। এখন দুজনই একদলে। তবে বিধান নগর পুরনিগমের এবারের ভোটে সব্যসাচী দত্তর প্রচার থেকে নিজেকে দূরে রেখেছেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুজিত বসু। ভোটের ফল প্রকাশের পরও তাদের দুজনের ব্যবধান মিটলনা। বরং জয়ের দিনও সব্যসাচীর নাম না করে কটাক্ষ উড়ে এসেছে সুজিত বসুর তরফে।

সুজিত বসু বলেন, “তৃণমূলের প্রতীক শেষ কথা। বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রতীক ছাড়া দাঁড়িয়ে কী ফল হয়েছিল সেটা সবাই দেখেছে। এবার তৃণমূলের প্রতীকে দাঁড়িয়ে জয়ী হয়েছে।” পাল্টা বিধানসভা ভোটের প্রসঙ্গ তুলে সব্যসাচীর জবাব, কোনও ব্যক্তির কাছে হারিনি। হেরেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ মাথার উপর ছিল না বলে।”

২০১৫ তে সব্যসাচী হন বিধান নগরের প্রথম মেয়র। এবারও মেয়র হওয়ার দৌড়ে তিনি এগিয়ে আছেন বলে মনে করছে অনেকেই। লড়াই অবশ্য রয়েছেন বিদায়ী মেয়র কৃষ্ণ চক্রবর্তী। তবে তৃণমূলের একাংশের মত, এই দুজনের বাইরে নতুন কারও হাতে এবার দায়িত্ব দিতে পারে দল। ১৫ সালে নির্বাচনে সবচেয়ে বেশি ভোটে জিতে ছিলেন বিদায়ী ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়। এইবার থেকে প্রথম নির্বাচনে লড়ে বাবার রেকর্ড ধরে রাখলেন আরাত্রিকা ভট্টাচার্য। এখন দেখার বিধান নগরের নতুন মেয়র হিসেবে দল কাকে বেছে নেয়।