টিডিএন বাংলা ডেস্ক: বালাকোট এয়ার স্ট্রাইকের খবর আগে থেকে অর্ণবকে কে দিলেন? কেন্দ্রকে আক্রমন করে প্রশ্ন ছুঁড়ে দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে রাহুল গান্ধী বলেন, বালাকোট এয়ার স্ট্রাইক খুবই গোপনীয় বিষয়। বায়ুসেনার অভিযানের আগে হাতেগোনা পাঁচ-ছ’জন এ বিষয়ে জানতেন। তাঁরা হলেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, জাতীয় সুরক্ষা উপদেষ্টা এবং বায়ুসেনা প্রধান। তাহলে সাংবাদিক অর্ণব গোস্বামী কীভাবে এই তথ্য জানতে পারলেন? কে তাঁকে এই কথা জানালেন? তাহলে কি প্রধানমন্ত্রী কিংবা বাকিরাই এই তথ্য ফাঁস করেছেন? যাঁরা এই তথ্য ফাঁস করলেন আর যাঁরা এই তথ্য পেলেন, উভয়ই দোষী। অর্ণব এ বিষয়ে আগেই জানতে পারলে পাকিস্তানও যে আগে থেকে খবর পেয়ে সতর্ক হয়ে যায়নি তার নিশ্চয়তা কোথায়?