HighlightNewsরাজ্য

অর্থাভাবে জর্জরিত রাজ্য সরকার দুর্গাপুজোয় ক্লাবগুলিকে কেন ৭০ হাজারের অনুদান দিচ্ছে?প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা  

টিডিএন বাংলা ডেস্ক: রাজ্য সরকার যখন নিজেই বার বার জানিয়েছে অর্থাভাবে জর্জরিত রাজ্য রাজকোষ। তখন দুর্গাপুজোয় ক্লাবগুলিকে কেন ৭০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে? প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন সৌরভ দত্ত নামের জনৈক এক ব্যক্তি। গত অগস্টে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের একটি বৈঠক থেকে অনুদানের অর্থ বাড়িয়ে ৭০ হাজার টাকা করার ঘোষণা দিয়ে ছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে এই মামলা বলে দায়ের করা হয়েছে বলে মনে করা হচ্ছে। আজ সোমবার ওই মামলা গ্রহণের অনুমতি দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। চলতি সপ্তাহে মামলা শুনানির সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য যে, এটাই প্রথম নয় রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকেই এই অনুদান দিয়ে আসছে। প্রথম বার ক্লাবগুলিকে ২৫ হাজার টাকা করে অনুদান দেয় রাজ্য সরকার। এরপর করোনার সময় সেই অনুদান বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়। গত বছর অনুদানের পরিমাণ আরও ১০ হাজার টাকা বাড়িয়ে ছিলেন মুখ্যমন্ত্রী। এবার ২০২৩ এ সেই অনুদান আর একধাপ বাড়িয়ে ৭০ হাজার করার সিদ্ধান্ত নিয়েছে মমতার সরকার। আর মামলাও এটাই প্রথম নয় ২০২২ সালেও সরকার ঘোষিত অনুদান নিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা হয়েছিল। পুজো কমিটিগুলিকে সরকারি অর্থের ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেওয়া সহ একাধিক শর্ত দিয়েছিল আদালত। এবারেও সে রকমই কিছু শর্ত আদালত জারি করে কি না, সেদিকে নজর রাখছে সব মহল।

Related Articles

Back to top button
error: