টিডিএন বাংলা ডেস্ক : বিমান যাত্রায় বিভিন্ন রুটের ভাড়া কেন এত বেশি? ২ ঘণ্টার কম সময় লাগে, এমন যাত্রায় কেন খাবার দেওয়া হচ্ছে না? এমনই গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা। যার জেরে বিপাকে কেন্দ্রীয় বিমান পরিবহণ মন্ত্রক।
কমিটির সদস্যদের প্রশ্ন, করোনা পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে। ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতিও। তাহলে কেন সাধারণ মানুষকে বিমানযাত্রার জন্য বেশি টাকা দিতে হবে? বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদদের মুখে এই প্রশ্ন শুনে চুপ করে যান বিমান মন্ত্রকের সচিব রাজীব বনসল। সরকারি সূত্রের দাবি, পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পুরো বিষয়টিতে দ্রুত সরকারি হস্তক্ষেপের আশ্বাস দিয়েছেন তিনি।
এয়ার ইন্ডিয়া সম্প্রতি হস্তান্তর হয়েছে। এর আগে সরকারি বিমান পরিষেবা সংস্থা হিসেবে পরিচিত এয়ার ইন্ডিয়াতে সব দলের সাংসদরা সফর করা কালীন কিছু অতিরিক্ত সুবিধা পেতেন। সেই অতিরিক্ত সুবিধা পাবেন কিনা, তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিভিন্ন দলের সাংসদরা। প্রসঙ্গ উঠেছে এয়ার ইন্ডিয়ার কর্মীদের বকেয়া বেতন এবং ভবিষ্যৎ নিয়ে। এই বিষয়েও পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে কেন্দ্র। কমিটির সদস্যদের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছিল খাবার সংক্রান্ত। অর্থাৎ ২ ঘণ্টার কম সময়ের দূরত্বের বিমান সফরের মাঝখানে যাত্রীদের খাবার না দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হয়। সূত্রের খবর, উত্তর দিতে গিয়ে মন্ত্রকের আমলারা করোনার যুক্তি দেন। পাল্টা কমিটির সদস্যরা প্রশ্ন করেন, ২ ঘণ্টার বেশি সময়ের বিমান সফরে যাত্রীদের খাবার দেওয়া হলে সংক্রমণ যে হবে না, সেই নিশ্চয়তা কে দিয়েছে? এই যুক্তিতে আরও চাপে পড়ে কেন্দ্র।