HighlightNewsদেশবিজ্ঞান ও প্রযুক্তি

১৯ নভেম্বর দীর্ঘতম চন্দ্রগ্রহণ, ভারত থেকে দেখার আশা কম

টিডিএন বাংলা ডেস্ক : হাতেগোনা আর মাত্র কটা দিন। তারপরই বছরের শেষ চন্দ্রগ্রহণ। ১৯ নভেম্বর রয়েছে খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ। প্রায় ৬০০ বছর পর এই দীর্ঘতম চন্দ্রগ্রহণ দেখার সুযোগ হবে আকাশপ্রেমীদের। কিন্তু যে সময় চাঁদের গ্রহণ শুরু হবে, সেই সময় ভারতের আকাশে সূর্যের দাপট। ফলে খণ্ডগ্রাস গ্রহণ দেখার সুযোগ হবে না ভারতীয়দের। তবে পূর্বপ্রান্তের অসম ও অরুণাচলের বাসিন্দারা এই দৃশ্য দেখতে পারেন মাত্র মিনিট সাতেকের জন্য।

চন্দ্রগ্রহণ ও আংশিক চন্দ্রগ্রহণ কী? সূর্য ও চাঁদের মাঝখানে যখন পৃথিবী অবস্থান করে এবং চাঁদ পৃথিবীর ছায়া থেকে বের হয়, তখন হয় চন্দ্রগ্রহণ। পৃথিবীর জন্য যখন সূর্যের আলো পুরোপুরি ঢাকা পড়ে তখন একে পূর্ণ চন্দ্রগ্রহণ বলা হয়। আর চাঁদের একটা অংশ যখন ঢাকা পড়ে, তাকে বলা হয় আংশিক চন্দ্রগ্রহণ। ১৯ তারিখ এই বছরের দ্বিতীয় এবং শেষ চন্দ্রগ্রহণ। জ্যোতির্বিদরা জানিয়েছেন, গ্রহণ শুরু হবে শুক্রবার সকাল ১১টা বেজে ৩৪ মিনিটে। আর গ্রহণ শেষ হবে ৫টা ৩৩ মিনিটে।

এর আগে ১৪৪০ এর ১৮ ফেব্রুয়ারি, ২৬৬৯ এর ৮ ফেব্রুয়ারি চাঁদের দীর্ঘতম খণ্ডগ্রাস গ্রহণ দেখা গিয়েছিল। ৩ ঘণ্টা ২৮ মিনিট ২৪ সেকেন্ড, ১৪৪০ এরপরে গত ৫৮০ বছরে এত দীর্ঘ সময় ধরে চাঁদের খণ্ডগ্রহণ দেখেনি মানুষ। আগামী ৬৪৮ বছরেও তা দেখা যাবে না। এই কারণেই শুক্রবার সারা পৃথিবীর পেশাদার এবং শখের জ্যোতির্বিদদের নজর থাকবে আকাশে।

Related Articles

Back to top button
error: