শুভেন্দু অধিকারীকে গ্রেফতার নয় কেন? প্রশ্ন খোদ নারদকর্তা ম্যাথু স্যামুয়েলের

টিডিএন বাংলা ডেস্ক: নারদা মামলায় সোমবার রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র ও প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে সিবিআই। আজই তাদেরকে আদালতে পেশ করা হবে। এদিকে যিনি এই স্টিং অপারেশন চালিয়েছিলেন সেই ম্যাথু স্যামুয়েল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সিবিআই চারজনকে এতে আমি সন্তুষ্ট। কিন্তু শুভেন্দু অধিকারীও আমার কাছ থেকে টাকা নিয়েছিলেন। তা তো ক্যামেরাতেও ধরা পড়েছে। তাহলে তাঁকে গ্রেফতার করা হল না কেন?