রাজ্য

খড়গ্রামের প্রত্যন্ত গ্রামে দুঃস্থদের সেবায় এগিয়ে এল ‘উইংস অফ হোপ’, ফ্রি মেডিকেল ক্যাম্পে উপকৃত চার শতাধিক রোগী

নিজস্ব প্রতিনিধি, টিডিএন বাংলা, খড়গ্রাম: মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের প্রত্যন্ত গ্রাম গুলিতে ফ্রি চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে এগিয়ে এল স্বেচ্ছাসেবী সংস্থা ‘উইংস অফ হোপ’। শুক্রবার শেরপুর হাই স্কুলে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে সংস্থাটি।

ব্লকের বিভিন্ন গ্রাম থেকে পরিষেবা নিতে ছুটে আসে শিশু সহ ৪০০ জন নারী পুরুষ। শুধু চিকিৎসাই নয়, সংস্থার পক্ষ থেকে ফ্রিতে ওষুধও দেওয়া হয় তাদের। পরিষেবা পেয়ে খুশি রোগী ও পরিজনরা।

ডাক্তারদের সাথে সংস্থার কর্মীরা

এদিনের ক্যাম্পে আট জন চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার খড়গ্রাম গ্রামীন হাসপাতালের বিএমওএইচ রিন্টু গাজী, ডাক্তার রাশেদ আহমেদ, আসিফ ইকবাল, বশিরুল ইসলাম, নাজিবুল হাসান, আকিম মোল্লা ও ওয়াসিম মোল্লা প্রমুখ।

সংস্থার পক্ষে ফজলুল কবীর জানান, শুধু চিকিৎসা পরিসেবাই নয়, মুমুর্ষ রোগীদের রক্ত, কোভিড রোগীদের অক্সিজেন পৌঁছে দেওয়া সহ দুঃস্থ মেধাবীদের পড়াশুনা ও দরীদে মেয়েদের বিয়ের জন্যও তাদের পাশে দাঁড়াই আমরা। একাজে মানবিক দায়বদ্ধতা থেকে সমাজের সকল শ্রেণীর মানুষ কে সাহায্য নিয়ে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

Related Articles

Back to top button
error: