HighlightNewsরাজ্য

বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে, সল্টলেকে সদর দফতরে বিক্ষোভ দলের’ই একাংশের

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: সামনে লোকসভা ভোট আর তার আগেই গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার রাজ্য বিজেপি। এবার সল্টলেকে চরমে পৌঁছাল বিজেপির ২ গোষ্টির মধ্যেকার গোষ্ঠীদ্বন্দ্ব। নবেন্দু নস্কর নামের এক ব্যক্তিকে মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতি করাকে কেন্দ্র করেই এই সংঘাত। রাজ্য নেতৃত্বের এই সিদ্ধান্তে ক্ষুদ্ধ বিজেপির স্থানীয় নেতাকর্মীদের একটি অংশ। তারই বহিঃপ্রকাশ ঘটল আজ মঙ্গলবার সল্টলেকে বিজেপির সদর দফতরের সামনে এই বিক্ষোভের মধ্য দিয়ে। মথুরাপুর সাংগঠনিক জেলা সভাপতি নবেন্দু নস্করকে সরানোর দাবি নিয়ে বিক্ষোভ দেখাল মথুরাপুরের বিজেপির কর্মী সমর্থকদের একটি অংশ।

বিক্ষুদ্ধ ওই বিজেপির কর্মী সমর্থকদের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনে কুলপি ব্লকে রাম নগর গাজীপুর থেকে পঞ্চায়েত সমিতিতে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছিল নবেন্দু নস্কর। বিজেপি প্রার্থী অরুন নস্করকে হারানোর জন্য তিনি নির্দেল প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন এমনই অভিযোগ বিজেপি কর্মীদের। তার সাথে তৃণমূলের যোগ সাজেশ আছে বলেও অভিযোগ তুলেছেন তারা। কিন্তু এত কিছুর পরেও কিভাবে তাকেই বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলা সভাপতি করা হয়েছে? সেই প্রশ্নও তুলছেন তারা। এরই প্রতিবাদে সল্টলেকে বিজেপি সদর পার্টি অফিসের সামনে নবেন্দু নস্করের কুশ পুতুল দাহ করলো বিজেপি কর্মী সমর্থকরা।

Related Articles

Back to top button
error: