HighlightNewsরাজ্য

পুরুলিয়ায় জঙ্গল কেটে ঝাড়খণ্ডে পাচার করা হচ্ছে কাঠ! অভিযোগ পেয়ে নড়েচড়ে বসল প্রশাসন

টিডিএন বাংলা ডেস্ক: পুরুলিয়া জেলার আড়শা থানা এলাকায় বিশাল জঙ্গল কেটে সাফ করে দিচ্ছে কাঠ মাফিয়ারা। সেই প্রকাণ্ড কাছের কাঠগুলি সেখান থেকে জলের দরে দু’তিন টাকা কেজি দামে বিক্রি করা হচ্ছে ঝাড়খণ্ড সহ একাধিক স্থানে। সেই কাঠ পুড়িয়ে কোথাও বেআইনি ভাবে তৈরি করা হচ্ছে কাঠকয়লা। আবার কোথাও তৈরি হচ্ছে নানা ধরণের আসবাব পত্র। বৈধ এবং অবৈধ দু’ভাবেই চলছে কাঠ মজুত। জঙ্গল রক্ষায় এমনই অভিযোগে প্রশাসনের দারস্থ হলেন স্থানীয় এক বাসিন্দা। জঙ্গলের কাঠ অবৈধ ভাবে পাচারের অভিযোগ পেয়ে নড়েচড়ে বসল প্রশাসন।

স্থানীয় সূত্রে খবর, পুরুলিয়ার আড়শা থানা এলাকায় এই ভাবে কাঠ কয়লা তৈরির কারণে বায়ুদূষণ হচ্ছে। নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। সম্প্রতি পাতুয়ারা গ্রামের একটি কোচিং সেন্টারের মালিক শ্যামলকুমার মাঝি জেলাশাসকের কাছে এই সংক্রান্ত একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি জানিয়েছেন, এই চিঠির প্রতিলিপি মুখ্যমন্ত্রীকেও পাঠানো হয়েছে। ওই এলাকার রেঞ্জার শাহনাজ ফারুখ আহমেদ বলেন, ”অভিযোগ পেয়েই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ২৪টি ভাটি ভেঙে দেওয়া হয়েছে।” পুরুলিয়ার ডিএফও দেবাশিস শর্মা এ প্রসঙ্গে বলেন, ”ওই এলাকায় কিছু কাঠ বৈধ থাকলেও অবৈধ কাঠ ছিল। অবৈধ কাঠগুলি বাজেয়াপ্ত করা হয়েছে।”

Related Articles

Back to top button
error: