রাজ্য

ধেয়ে আসছে ইয়াস; দীঘা থেকে সরানো হয়েছে ১ লক্ষ ১০ হাজার বাসিন্দাকে

টিডিএন বাংলা ডেস্ক: ক্রমশ অগ্রসর হচ্ছে ইয়াস। সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, দীঘা থেকে ৪২০ কিমি দূরে বর্তমানে অবস্থান করছে ইয়াস। এই পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী এলাকা থেকে সাধারণ মানুষকে সেফ শেল্টারে সরাতে শুরু করেছে প্রশাসন। ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনার বকখালী থেকে ১৬ হাজার বাসিন্দাকে সরানো হয়েছে। পূর্ব মেদিনীপুরের দিঘা থেকে সরানো হয়েছে ১ লক্ষ ১০ হাজার বাসিন্দাকে।

অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে সাইক্লোন ইয়াসের প্রভাবে বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। বাড়ছে জলস্তর। এর মধ্যেই চলছে সাগরের বঙ্কিম নগর ও সুমতি নগর এলাকার বাঁধ মেরামতির কাজ। এদিন সকালে কাজ খতিয়ে দেখতে ওই জায়গায় যান সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরা।

এদিকে, গোসাবায় দুর্গাদোয়ানি নদীর জলস্তর বাড়ায় বসে গিয়েছে নদীবাঁধ। সকালেই ওই নদী বাঁধ মেরামতির কাজ শুরু করেন বাসিন্দারা। পাশাপাশি, মাতলা নদীর জলস্তর বাড়ায় গ্রামবাসীরা নদীবাঁধে প্লাস্টিক, মাটি, দিয়ে বাঁধকে আরও শক্তিশালী করার চেষ্টা করছেন গ্রামবাসীরা।

Related Articles

Back to top button
error: