HighlightNewsদেশ

ইয়াসিন মালিককে সন্ত্রাস সম্পর্কিত মামলায় দোষী সাব্যস্ত করল এনআইএ আদালত

টিডিএন বাংলা ডেস্ক: জম্মু-কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিককে মঙ্গলবার এনআইএ আদালতে সন্ত্রাসমূলক কর্মকান্ডের জন্য অর্থের যোগান দেওয়ার অভিযোগ সংক্রান্ত মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে। কিছুদিন আগেই আদালত ইয়াসিন মালিক সহ বেশ কয়েকজন বিচ্ছিন্নতাবাদী নেতার বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন এবং আইপিসি অধীনে অভিযোগ গঠনের নির্দেশ দিয়েছিল। এই মামলার পরবর্তী শুনানি হবে ১৯মে। ওইদিনই ইয়াসিন মালিকের শাস্তির পরিমাণ কি হবে তা নির্ধারণ করবে আদালত।


২০২২ সালের ১৬ মার্চ এনআইএ আদালত লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতা হাফিজ সঈদ এবং হিজবুল মুজাহিদীন-এর প্রধান সৈয়দ সালাহউদ্দিন, ইয়াসিন মালিক, সাব্বির শাহ, মাসারত আলম সহ কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী নেতা এবং অন্যান্যদের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ দেয়। আদালত কাশ্মীরি রাজনীতিবিদ এবং প্রাক্তন বিধায়ক রশিদ ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী জহুর আহমেদ শাহ ওয়াতালি, বিট্টা কারাটে, আফতাব আহমদ শাহ, অবতার আহমদ শাহ, নঈম খান, বশির আহমেদ ভাট ওরফে পিয়ার সাইফুল্লাহ এবং আরো কয়েকজনের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, দেশের বিরুদ্ধে যুদ্ধ, বেআইনি কার্যকলাপ সহ আইপিসি এবং ইউএপিএ-এর বিভিন্ন ধারায় অভিযোগ গঠনের নির্দেশ দিয়েছে।

Related Articles

Back to top button
error: