কৃষক আন্দোলনের পাশে দাঁড়িয়ে জন্মদিন উদযাপন না করার সিদ্ধান্ত যুবরাজ সিংহের

টিডিএন বাংলা ডেস্ক: কৃষক আন্দোলনের পাশে দাঁড়িয়ে জন্মদিন উদযাপন না করার সিদ্ধান্ত নিলেন যুবরাজ সিংহ।

সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, ‘ইচ্ছা শখ মনবাসনা পূরণের মঞ্চ জন্মদিন। এবারের জন্মদিনে আনন্দ করে উদযাপনের বদলে আমার শুধু প্রার্থনা করতে চাই। প্রার্থনা করব যাতে দ্রুত কৃষকদের ও সরকারের আলোচনায় কোনও ইতিবাচক ফলাফল বেরিয়ে আসে। কৃষকরাই আমাদের জীবনের চালিকাশক্তি। তাদের সমস্যা প্রয়োজনীয় গুরুত্ব দিয়ে শুনে শান্তিপূর্ণ আলোচনায় সুরাহা করা উচিত। জয় জওয়ান, জয় কিষাণ, জয় হিন্দ।’