নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা : মুর্শিদাবাদে ভয়াবহ বাস দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। বহরমপুর-করিমপুর রাজ্য সড়কে বাইকের সঙ্গে ধাক্কা লাগে একটি যাত্রীবোঝাই বাসের। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই বাসের নীচে পিষ্ট হয়ে মৃত্যু হলো একজনের। গুরুতর আহত বাইক চালক ও বাসের যাত্রী-সহ মোট ১৮ জন। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। বুধবার সকালের এই মর্মান্তিক দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের ডোমকল সংলগ্ন নাজিরপুর এলাকায়।
জানা গিয়েছে, এদিন সকালে বেসরকারি বাসটি বহরমপুর-করিমপুর রাজ্য সড়ক ধরে বহরমপুর যাচ্ছিল। উলটো দিক থেকে মোটর বাইকে করে আসছিলেন এক ব্যক্তি। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিতে ধাক্কা মেরে উলটে যায় বাসটি। স্থানীয়রা তড়িঘড়ি ছুটে এসে তাদের উদ্ধার করতে শুরু করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় থানার পুলিশ। সেখানে কর্তব্যরত এক পুলিশ অফিসার বলেন, সকলকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।