সামসেরগঞ্জে জমি বিবাদে খুন কান্ডে মূল অভিযুক্ত সহ গ্রেপ্তার ১০

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মুর্শিদাবাদ: সামসেরগঞ্জের খুন কান্ডে গ্রেপ্তার মূল অভিযুক্ত আব্দুল বারিক। শুক্রবার সকালে উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে তাকে গ্রেপ্তার করে সামসেরগঞ্জ থানার পুলিশ। এদিনই তাকে জঙ্গিপুর মহুকুমা আদালতে পাঠানো হলে তাকে সাতদিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, জমি বিবাদের জেরে খুন কান্ডে আব্দুল বারিক সহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পাশাপাশি বৃহস্পতিবার রাতেই রতনপুরের বরজাহান আলী ওরফে মিঠুন, হুমায়ুন আলী এবং অসিকুল ইসলাম ওরফে বোমকে গ্রেপ্তার করে সামসেরগঞ্জ থানা পুলিশ।

জঙ্গিপুরের পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জানিয়েছেন, জমি বিবাদে খুন কান্ডে গ্রেপ্তার করা হয়েছে আব্দুল বারিক সহ আরো নয় অপরাধীকে। খুব দ্রুত বাকী অভিযুক্তদেরও গ্রেপ্তার করা হবে।