পেনসিলভেনিয়ায় জো বিডেনের থেকে পিছিয়ে গিয়ে রেগে আগুন ট্রাম্প; টুইট করে ফিলাডেলফিয়ার নির্বাচনী সততার ওপর প্রশ্ন ওঠালেন

টিডিএন বাংলা ডেস্ক: আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল এখনো প্রকাশিত না হলেও পরিস্থিতি কি হতে চলেছে তা বেশ খানিকটা পরিস্কার হয়ে এসেছে। চারটি গুরুত্বপূর্ণ রাজ্যে রিপাবলিকান পার্টির প্রার্থী তথা বিদায় রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলে এগিয়ে গেছেন ডেমোক্রেটিক কংগ্রেস প্রার্থী জো বিডেন। জর্জিয়ার ১০৯৭ ভোট, পেনসিলভেনিয়ায় ৫,৫৮৭ ভোট, নেভাদায় ১১,৪৩৮ এবং অ্যারিজোনায় ৪৭,০৫২ ভোটে এগিয়ে আছেন জো বিডেন। প্রথমে জর্জিয়া, তারপরে পেনসিলভেনিয়াতেও এখন নেতৃত্ব দিচ্ছেন জো বিডেন। যদি বিডেন পেনসিলভেনিয়ায় জয়ী হন, তাহলে ২০ টি নির্বাচনে ভোট পেয়ে তিনি সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ২৭০ ভোটের সংখ্যা অতিক্রম করবেন। এদিকে ট্রাম্পের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ পেনসিলভেনিয়া এবার সম্ভবত হাতছাড়া হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। তার কারণ বিডেন প্রায় পাঁচ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। পেনসিলভেনিয়ায় ট্রাম্পের পরাজয় তাকে এই নির্বাচনী লড়াই থেকে সম্পূর্ণভাবে বিদায় করে দিতে পারে। আর এই বিষয়টি আঁচ করতে পেরে রেগে আগুন ট্রাম্প পাল্টা ফিলাডেলফিয়ার নির্বাচনী অখণ্ডতার ওপরেই প্রশ্ন তুলেছেন। একটি টুইট করে তিনি লিখেছেন,”ফিলাডেলফিয়া নির্বাচনী অখণ্ডতার খুব বাজে একটা ইতিহাস রয়েছে।”প্রসঙ্গত ফিলাডেলফিয়ার সর্বশেষ নীল ব্যালটে ভোট গণনার পরেই পেনসিলভেনিয়ায় ট্রাম্পকে পেছনে ফেলে এগিয়ে গেছেন জো বিডেন।