টিডিএন বাংলা ডেস্ক: সোমবার হিমাচল প্রদেশের সোলান জেলার পারওয়ানুতে টিম্বার ট্রেইল রোপওয়েতে ১১ জন যাত্রী আটকে পড়েন। মাঝপথে আচমকাই পাঁচ ঘণ্টারও বেশি সময় আটকে রইল কেবল কার। এই ঘটনার খবর পেয়ে দ্রুত শুরু করা হয় উদ্ধারকাজ।
জানা গিয়েছে, সবাইকেই নিরাপদে উদ্ধার করা হয়েছে। সোলান জেলা প্রশাসন এবং টিম্বার ট্রেইলের প্রযুক্তিগত কর্মীদের সহায়তায় আটকে পড়া পর্যটকদের উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। ঘটনাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর।
এদিন ট্রলিতে আটকে পড়া মানুষের মনোবল বাড়ানোর দিকে নজর দেয় প্রশাসন। উদ্ধারের পর সরিয়ে আনা ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ঘটনাস্থলে পৌঁছে মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর সবাইকে দ্রুত সরিয়ে আনার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী নিজেও টুইট করে ঘটনাস্থলে যাওয়ার কথা বলেছেন। উদ্ধার অভিযান চলাকালে রোপওয়ের কাছে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়। জানা গিয়েছে, মাটি থেকে ১২০ মিটারের বেশি উচ্চতায় ট্রলিটি ঝুলে ছিল।
অন্যদিকে, উদ্ধার অভিযান চলাকালীন সিমলা-চণ্ডীগড় জাতীয় সড়কে যান চলাচল বন্ধ থাকায় উভয় দিকে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
রাজ্যের প্রবেশদ্বার পারওয়ানুর কাছে টিম্বার ট্রেইল থেকে প্রায় ৮০০ মিটার দূরে একটি পাহাড়ে টিম্বার ট্রেইল রিসোর্ট। মানুষ রোপওয়ে দিয়েই ওই হোটেলে যাতায়াত করেন। সোমবার সকাল ১১টার দিকে ট্রলিতে কারিগরিগত ত্রুটি দেখা দেয়। এরপরই ট্রলিটি ঝুলন্ত অবস্থায় আটকে পড়ে। রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সমস্ত যাত্রীদের দড়ি দিয়ে উদ্ধার করা হয়েছে। কিছু লোক দড়ি দিয়ে নামতে ভয় পাওয়ার কারণে তাঁদের উদ্ধার করা কঠিন হয়ে পড়ে।