HighlightNewsরাজ্য

লরিতে ১৬টি উট উদ্ধার, কোচবিহারে ধৃত ২ 

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা: লরিতে করে ১৬টি উট নিয়ে যেতে গিয়ে কোচবিহারে ২ জন ধরা পড়লো পুলিশের হাতে। পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, “সপ্তাহখানেক আগের ঘটনা। রাত্রিবেলা নাকা-চেকিং চলছিল কোচবিহার জেলার মাথাভাঙা থানা এলাকায়। একটু বেশিই গতিতে ধাবমান একটি লরিকে দেখে কর্তব্যরত পুলিশকর্মীদের সামান্য সন্দেহ হয়। লরিটিকে থামানো হয়। যার রেজিস্ট্রেশন নম্বর উত্তরপ্রদেশের।

কী আছে লরিতে? পুলিশ চেক করতে গিয়েই চমক! পুলিশ বলছে, কোনও মালপত্র বা অন্য কোনও সামগ্রী নয়, লরিটিতে রয়েছে ১৬টি উট! চালকের নাম মহম্মদ মৌমিন, উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা। সহযোগীর নাম জহিরুল হক, বাসিন্দা কোচবিহারেরই। দু’জনকে গ্রেফতার করে জানা গেল, বেআইনি প্রক্রিয়ায় উত্তরপ্রদেশ থেকে উটগুলি সংগ্রহ করে কোচবিহারে পাচার করার পরিকল্পনা ছিল এদের। এই পশু-পাচার চক্রের সঙ্গে আর কারা কীভাবে জড়িত, সেই তদন্ত চলছে।

জানা গেছে, উদ্ধার হওয়া উটগুলির ‘ভ্যাক্সিনেশন’ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে মাথাভাঙার মাননীয় অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে, এবং প্রাণীসম্পদ ও প্রাণীস্বাস্থ্য দফতরের আধিকারিকদের আন্তরিক সহায়তায়। প্রক্রিয়াটি আগাগোড়া সমন্বয়ের দায়িত্বে ছিল মাথাভাঙা থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, “উটগুলি সুস্থ আছে। ওদের যত দ্রুত সম্ভব রাজস্থানের মরুভূমিতে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে।”

Related Articles

Back to top button
error: