HighlightNewsরাজ্য

প্রথম দফার ভোটের আগেই আরও একশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে , সব বুথ স্পর্শকাতর!

টিডিএন বাংলা ডেস্ক: সব বুথ স্পর্শকাতর ধরে নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন। তাই প্রথম দফা ভোটের আগেই রাজ্যে আরও ১০০ কোম্পানি বাহিনী আসছে বলে জানা গেছে। উল্লেখ্য, এখন রাজ্যের কাছে ১৭৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। জাতীয় নির্বাচন কমিশন সূত্রের খবর, নতুন যে ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসার কথা, তার মধ্যে মণিপুরের আইনশৃঙ্খলায় নিযুক্ত থাকা-সহ সিআরপিএফ আসছে ৫৫ কোম্পানি, বিএসএফ ৪৫ কোম্পানি (মণিপুরে নিযুক্ত থাকা ২৫ কোম্পানি-সহ)।

কমিশন সূত্রের দাবি, একশো শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দিয়েই ভোট করানোর চেষ্টা চলছে। ফলে সেই দিক থেকে কোনও বুথ আর আলাদা করে স্বাভাবিক থাকছে না। কমিশনের নজরে তা স্পর্শকাতরই থাকছে।

সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী আসছে পশ্চিমবঙ্গে। এক কথায়, বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী দিয়ে এবার ভোট হতে যাচ্ছে।

Related Articles

Back to top button
error: