HighlightNewsদেশ

রাষ্ট্রপতি নির্বাচনে কৌশল নির্ধারনে দিল্লিতে মমতার বৈঠকে উপস্থিত কংগ্রেস-সহ ১৬ বিরোধী দল, নেই আপ-টিআরএস সহ অনেকেই

টিডিএন বাংলা ডেস্ক: আর কিছু দিন পরেই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্টিত হবে। তার আগে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলিকে ঐক্য বদ্ধ করতে এবং রাষ্ট্রপতি নির্বাচনে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপিকে কড়া প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন করতে দিল্লির কনস্টিটিউশন হলে বিশেষ বৈঠকের আয়োজন করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মনে করা হচ্ছে এই বৈঠক থেকেই রাষ্ট্রপতি নির্বাচনের কৌশল নির্ধারন করা হবে। কে হবেন বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী তা আগকেই নির্ধারন করা হতে পারে বলেও মনে করা হচ্ছে। এই বৈঠকে উপস্থিত হয়েছেন ১৬ বিজেপি বিরোধী রাজনৈতিক দলের ১৭ জন প্রতিনিধি। মোট ২২টি বিরোধী দলকে বৈঠকে আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী।

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর উদ্যোগে বিরোধী শিবিরকে একজোট করার এই বৈঠকে অংশ নিয়েছেন কংগ্রেস, সমাজবাদী পার্টি, সিপিএম, এনসিপি, সিপিআই (এমএল), আরএলডি, সিপিআই, সিপিএম, শিবসেনা, আরএসপি, আরজেডি, ন্যাশনাল কনফারেন্স সহ বিভিন্ন দলেন নেতারা। এই বৈঠকের ফলাফল কি হয় সে দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশের। যদিও এই বৈঠকে আসেননি দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এমনকি পাঠানো হয়নি কোনো প্রতিনিধিও। আপের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী কে হচ্ছেন, তা দেখার পরই এ নিয়ে বিচার-বিবেচনা করা হবে।’ অন্যদিকে কংগ্রেস বৈঠকে যোগ দেওয়ার ফলে কে চন্দ্রশেখর রাওয়ের তেলঙ্গানা রাষ্ট্র সমিতিও (টিআরএস) এই বৈঠকে আসেনি।

Related Articles

Back to top button
error: