HighlightNewsরাজ্য

১০০ দিনের কাজ খতিয়ে দেখতে রাজ্যে এল কেন্দ্রীয় প্রতিনিধি দলের ২ সদস্য

টিডিএন বাংলা ডেস্ক: ১০০ দিনের কাজ খতিয়ে দেখতে এবার রাজ্যে এল কেন্দ্রীয় প্রতিনিধি দলের দুই সদস্য। শুক্রবার, বেলা সাড়ে এগারোটা নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছন এই দুই সদস্য। কলকাতা থেকে তাঁরা মুর্শিদাবাদের উদ্দেশে রওনা হয়েছেন। জানা গিয়েছে, বেলডাঙার ২ নম্বর ব্লকে ১০০দিনের কাজ খতিয়ে দেখবেন প্রতিনিধি দলের সদস্যরা। সূত্রের খবর, ২২ মার্চ পর্যন্ত রাজ্যে থাকবে কেন্দ্রীয় প্রতিনিধি দল। এদিকে, কেন্দ্রীয় প্রতিনিধি দলের দুই সদস্যের আসার খবর পেয়ে ট্যুইট করে তাঁদের স্বাগত জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, ‘১০০ দিনের কাজে দুর্নীতির খোঁজে আসা কেন্দ্রীয় দলকে স্বাগত’।

Related Articles

Back to top button
error: