টিডিএন বাংলা ডেস্ক: ১০০ দিনের কাজ খতিয়ে দেখতে এবার রাজ্যে এল কেন্দ্রীয় প্রতিনিধি দলের দুই সদস্য। শুক্রবার, বেলা সাড়ে এগারোটা নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছন এই দুই সদস্য। কলকাতা থেকে তাঁরা মুর্শিদাবাদের উদ্দেশে রওনা হয়েছেন। জানা গিয়েছে, বেলডাঙার ২ নম্বর ব্লকে ১০০দিনের কাজ খতিয়ে দেখবেন প্রতিনিধি দলের সদস্যরা। সূত্রের খবর, ২২ মার্চ পর্যন্ত রাজ্যে থাকবে কেন্দ্রীয় প্রতিনিধি দল। এদিকে, কেন্দ্রীয় প্রতিনিধি দলের দুই সদস্যের আসার খবর পেয়ে ট্যুইট করে তাঁদের স্বাগত জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, ‘১০০ দিনের কাজে দুর্নীতির খোঁজে আসা কেন্দ্রীয় দলকে স্বাগত’।
Related Articles
হরিয়ানায় নিহত সাবির মল্লিকের পরিবারের সাথে জামাআত নেতৃত্বের সাক্ষাৎ, ন্যায়বিচার দাবি
2 September 2024
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ও বিজেপির পারস্পরিক বোঝাপড়া ও মেরুকরণ আবারও সামনে চলে এসেছে: আইএসএফ
5 June 2024