ফের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা দিতে পারেন তৃণমূলনেত্রী, আজ বৈঠক কালীঘাটে

টিডিএন বাংলা ডেস্ক: দুর্নীতির অভিযোগ নিয়ে বিরোধীদের টানা আন্দোলন এবং সাগরদিঘির হারের আবহে, আজ কালীঘাটে বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে দাবি, বৈঠকে ফের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা দিতে পারেন তৃণমূলনেত্রী। যদিও ওই বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হতে পারে, তা নিয়ে চলছে নানা জল্পনা। সূত্রের খবর, দুর্নীতিতে অভিযুক্তদের পুরোপুরি ছেঁটে ফেলার সিদ্ধান্ত থেকে বিরোধীদের আক্রমণের মোকাবিলা করতে বিশেষ কোনও রণকৌশল নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। একইসঙ্গে, সংখ্যালঘু ভোট ফেরাতে কি বিশেষ কোনও স্ট্র্যাটেজি নেওয়া হবে? বাম-কংগ্রেস জোটে চিড় ধরাতে নেওয়া হবে নতুন কোনও রণকৌশল? সব কিছু নিয়েই চলছে জল্পনা।