HighlightNewsদেশ

বাবরি মসজিদ ধ্বংসের ২৮ তম বর্ষপূর্তি; মসজিদ নির্মাণের নকশা তৈরি অযোধ্যায়, জানাল সুন্নি ওয়াকফ বোর্ড

টিডিএন বাংলা ডেস্ক: আজ বাবরি মসজিদ ধ্বংস মামলার ২৮ তম বর্ষপূর্তি। এই উপলক্ষ্যে ধন্নিপুরের মসজিদ নির্মাণের ব্লু প্রিন্ট তৈরির কথা জানাল সুন্নি ওয়াকফ বোর্ড। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অযোধ্যার ধন্নিপুরে মসজিদ নির্মাণের জন্য পাঁচ একর জমি বরাদ্দ করেছিল উত্তরপ্রদেশের বিজেপি সরকার। তবে সুন্নি ওয়াকফ বোর্ডের তরফ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল ওই পাঁচ একর জমিতে শুধুমাত্র মসজিদ নির্মাণ হবেনা। মসজিদ নির্মাণের সাথেই ওই পাঁচ একর জমিতে তৈরি করা হবে হাসপাতাল, ইন্দো ইসলামিক রিসার্চ সেন্টার ও কমিউনিটি কিচেন। এছাড়াও একটি গ্রন্থাগার তৈরির পরিকল্পনাও আছে তাঁদের।

ধন্নিপুরের ওই পাঁচ একর জমির ১৫ হাজার বর্গফুট এলাকায় তৈরি করা হবে মসজিদ। আধুনিক ধাঁচের নকশায় তৈরি করা হবে এই মসজিদ। ১লা সেপ্টেম্বর ধন্নিপুরে মসজিদ, হাসপাতাল, রিসার্চ সেন্টার ও কমিউনিটি কিচেন নির্মাণের ব্লু প্রিন্ট তৈরির দায়িত্ব পেয়েছিল ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন ট্রাস্ট। ওই ট্রাস্টের পক্ষ থেকেই তৈরি করে ফেলা হয়েছে মসজিদের নকশা। তবে কবে থেকে এই মসজিদের নির্মাণ কার্য শুরু হবে তা এখনও জানা যায়নি।

Related Articles

Back to top button
error: