HighlightNewsদেশ

উত্তরপ্রদেশের বিধান পরিষদ নির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির; প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী কেন্দ্রে হাতছাড়া হলো দুই আসন

টিডিএন বাংলা ডেস্ক: উত্তরপ্রদেশের বিধান পরিষদের নির্বাচনে বড়সড় ধাক্কা খেলো বিজেপি।খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী কেন্দ্রে গত ১০ বছর ধরে দখলে রাখা দুটি আসন হাতছাড়া হয়ে গেলো গেরুয়া শিবিরের। দুটি আসনে জয়লাভ করেছে সমাজবাদী পার্টির প্রার্থীরা। বারানসি ডিভিশনের দুটি আসনের মধ্যে একটি স্নাতক এবং অপরটি শিক্ষকদের জন্য সংরক্ষিত ছিল। ওই দুটি আসনে সমাজবাদী পার্টির প্রার্থী আশুতোষ সিনহা (স্নাতক আসনে) এবং লাল বিহারী যাদব (শিক্ষক আসনে) জয়লাভ করেছেন।

প্রসঙ্গত, মঙ্গলবার উত্তর প্রদেশ বিধানসভা পরিষদের ১১ আসনে নির্বাচন হয়েছিল। এরমধ্যে স্নাতকদের জন্য পাঁচটি এবং শিক্ষকদের জন্য ছয়টি আসন সংরক্ষিত ছিল। এই নির্বাচনে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি এবং কংগ্রেস ও বিজেপির শিক্ষক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেছিলেন। মোট প্রার্থী সংখ্যা ছিল ১১৯। এই ১১টি আসনের মধ্যে বিজেপি ৪টি আসনে এবং সমাজবাদী পার্টির ৩টি আসনে জয়লাভ করেছে। ২টি আসনের নির্দল প্রার্থী জয়ী হয়েছে। বাকি দুটি আসনের ফলাফল এখনো ঘোষিত হয়নি।

Related Articles

Back to top button
error: