HighlightNewsদেশ

মহারাষ্ট্রে ভুয়ো অভিযানের মামলায় বরখাস্ত ৩ জিএসটি পরিদর্শক

টিডিএন বাংলা ডেস্ক: মহারাষ্ট্রে পণ্য ও পরিষেবা কর (জিএসটি)-এর তিন পরিদর্শককে বরখাস্ত করা হয়েছে। ভুয়ো অভিযানে জড়িত অফিসারদের বরখাস্ত করার ঘোষণা করে সংবাদপত্রে একটি বিজ্ঞাপন জারি করেছে জিএসটি বিভাগ। এই কর্মকর্তাদের বিরুদ্ধে জাল অভিযানের মাধ্যমে এক ব্যবসায়ীর কাছ থেকে ১১ লাখ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।

মহারাষ্ট্রের কর কমিশনার রাজীব মিত্তাল বলেছেন, মহারাষ্ট্রের ইতিহাসে এই প্রথম, সংবাদপত্রে একটি বিজ্ঞাপনের মাধ্যমে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত অফিসারদের অপসারণের তথ্য দেওয়া হয়েছিল। তিনি বলেন, এই অ্যাকশন সর্বজনীন করার পিছনে উদ্দেশ্য হল জিএসটি বিভাগের ভাবমূর্তি পরিষ্কার রাখা।

জানা গিয়েছে, ১৪ জুন ২০২১-এ, তিন জিএসটি ইন্সপেক্টর হিতেশ ভাসাইকর, মছিন্দ্র কঙ্গনে এবং প্রকাশ শেগার কালবাদেবীতে ব্যবসায়ী লালচাঁদ ভানিগোতার অফিসে পৌঁছেছিলেন। তাঁরা লালচাঁদকে তাঁদের আইডি কার্ড দেখিয়ে বলেন, তাঁরা জিএসটি বিভাগ থেকে এসেছেন, তদন্ত করতে এসেছেন। এরপর অফিসাররা লালচাঁদকে অফিসে তাঁর কাছে থাকা ক্যাশ টেবিলে রাখতে বলেন। এ নিয়ে অফিসের কর্মীদের সঙ্গে কথা বলে তিনি কর্মকর্তাদের সামনে টেবিলে ৩০ লাখ টাকা রাখেন। অফিসাররা লালচাঁদের কাছে নগদ টাকার বিবরণ জানতে চান এবং কাগজপত্র দেখাতে বলেন। অফিসাররা লালচাঁদকে বলেন, আপনাকে ট্যাক্স হিসাবে ১১ লক্ষ টাকা দিতে হবে। অফিসাররা ১১ লাখ টাকা নিয়ে চলে যান। লালচাঁদ যখন মুম্বইয়ের মাজগাঁওয়ে জিএসটি অফিসে যান, তখন তিনি জানতে পারেন যে জিএসটির পক্ষ থেকে কোনও অভিযান চালানো হয়নি।

লালচাঁদ জানতে পারেন যে, তিনি প্রতারিত হয়েছেন। এরপরই তিনি এলটি মার্গ থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত শুরু করে এবং এলাকায় স্থাপিত সিসিটিভির ভিত্তিতে তিনজন অফিসারকে সনাক্ত করে এবং ২০২১ সালের ১৭সেপ্টেম্বর তাঁদের গ্রেপ্তার করে। এবার বিভাগীয় তদন্ত শেষ করে জিএসটি তাঁদের চাকরি থেকে বরখাস্ত করেছে।

Related Articles

Back to top button
error: