HighlightNewsআন্তর্জাতিক

নিখোঁজ ৪ ব্রিটিশ জাহাজ, হাইজ্যাক হয়েছে দাবি ব্রিটেনের

  • টিডিএন বাংলা ডেস্কঃ আরব আমিরাতের উপকূলবর্তী এলাকা ওমান সাগর থেকে ৪ ব্রিটিশ জাহাজ নিখোঁজ হয়েছে বলে জানা গিয়েছে। আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে ১১৩ কিমি দূরে থেকে হঠাৎই ৪ ব্রিটিশ জাহাজ নিয়ন্ত্রণ হারায়। তবে ঠিক কি কারণে এই ঘটনা ঘটেছে তা স্পষ্ট করে জানা যায়নি। সাগরে চলাচল কারি জাহাজ গুলির খবর তাৎক্ষণিকভাবে জানায় এমন একটি ওয়েবসাইট মেরিন ট্রাফিক ডটকম জানিয়েছে, মঙ্গলবার ওই চারটি জাহাজ থেকে ‘নট আন্ডার কমান্ড’ এই সংকেত পাঠায়। এর অর্থ হল কোনো কারণ বসতো জাহাজ তার স্টিয়ারিং এর নিয়ন্ত্রণ হারিয়েছে। ইউকেএমটিও প্রথমে এই ঘটনাকে ‘অ-জলদস‍্যূসুলভ’ ঘটনা বলে জানায়। তবে এরপর ব্রিটিশ মেরিটাইম এজেন্সি এই ঘটনাকে ‘সম্ভাব্য ছিনতাই’ বলে আখ্যা দেয়। তারা ওই অঞ্চলে সমুদ্রযাত্রায় সর্তকতা অবলম্বন করতে নির্দেশ দেয়। উল্লেখ্য যে, বেশ কিছুদিন ধরেই মধ্যপ্রাচ্যে বিশেষত ওমান সাগর অঞ্চলে জাহাজের উপর হামলা ও ছিনতাইয়ের ঘটনা অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে। ইরান ওই অঞ্চলে জাহাজের উপর হামলা অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাওয়াকে একটি বৃহৎ ষড়যন্ত্র ও পরিকল্পনা বলে বর্ণনা করেছে

Related Articles

Back to top button
error: