HighlightNewsদেশ

ব্রিটেনে না পাঠিয়ে ৫০ লক্ষ কোভিশিল্ড ভ্যাকসিন ভারতেই ব্যবহার করা হবে; সিদ্ধান্ত কেন্দ্রের

টিডিএন বাংলা ডেস্ক: ব্রিটেনে যে ৫০ লক্ষ “কোভিশিল্ড” ভ্যাকসিন পাঠানোর কথা ছিল তা এবার ব্যবহৃত হবে দেশেই। এই ডোজ দেশের ২১ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের ভ্যাক্সিনেশনের কাজে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সারা দেশ জুড়ে যখন করোনা ভ্যাকসিনের আকাল শুরু হয়েছে সেসময় নতুন করে করোনা ভ্যাকসিন ব্রিটেনে না পাঠানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহু মানুষ। প্রসঙ্গত, গত ২৩ মার্চ সেরাম ইনস্টিটিউট কোভিশিল্ডের ৫০ লক্ষ ডোজ ব্রিটেনে সরবরাহের জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে অনুমতি ছেয়েছিল। সেরাম ইনস্টিটিউটের পক্ষ থেকে এবিষয়ে অ্যাস্ট্রাজেনেকার সাথে একটি চুক্তিও করা হয়েছিল। পাশাপশি সেরাম ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়েছিল এই সরবরাহের কারণে ভারতের টিকা কর্মসূচি প্রভাবিত হবে না।

আমাদের সমস্ত খবর আপনার মোবাইলে পেতে যোগ দিন হোয়াটসঅ্যাপে গ্রুপে
লিঙ্ক-
https://chat.whatsapp.com/BrSWcr9WSTpEz2WlCVkpBu

Related Articles

Back to top button
error: