HighlightNewsদেশ

অন্ধ্রপ্রদেশে হাই টেনশন লাইন ছিঁড়ে মৃত ৭

টিডিএন বাংলা ডেস্ক: বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের সত্যসাই জেলায় একটি অটোতে হাই টেনশন তার পড়ে যাওয়ায় অটোতে আগুন ধরে যায়। অটোতে করেই মাঠে কাজ করতে যেতেন শ্রমিকরা। আগুন লেগে যাওয়ায় ইতিমধ্যেই ৭ জন দগ্ধ হয়ে মারা গেছেন, একজনের অবস্থা আশঙ্কাজনক। জানা গিয়েছে, অটোর চালক ও অন্য ৫ যাত্রী অটো থেকে লাফ দিয়ে প্রাণে বাঁচেন।

এই মর্মান্তিক দুর্ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, পাশের গ্রামের এক কৃষক শ্রমিকদের ডেকেছিলেন। তারা সবাই সাত সিটের অটোতে যাচ্ছিলেন। হঠাৎ বিদ্যুতের তার পড়ে অটোটিতে আগুন ধরে যায়।
জানা গিয়েছে,তাদিমারি মণ্ডলের চিলাকোন্ডাইপল্লি গ্রামের কাছে ওই শ্রমিকরা মাঠে কাজ করতে
যাচ্ছিলেন। যতক্ষণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ততক্ষণে ৭ জন শ্রমিক অটোর মধ্যে জীবন্ত অবস্থায় দগ্ধ হয়ে গিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, মৃতরা সবাই শ্রমিক। মাঠে কাজ করতে যাচ্ছিলেন। লক্ষ্মী নামে এক নারীকে উদ্ধার করা হলেও তার অবস্থা আশঙ্কাজনক। নিহতরা গুড্ডামপল্লী গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। চালক ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচান। অটোতে আগুন লাগলে কোনোমতে ৫ জন দৌড়ে বেরিয়ে আসেন। এদের মধ্যে ৩ জন গুরুতর দগ্ধ হয়েছেন।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি এই ঘটনায় শোক প্রকাশ করে, মৃত শ্রমিকদের আত্মীয়দের ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন।

Related Articles

Back to top button
error: