HighlightNewsদেশ

আস্থা ভোটের আগেই পদত্যাগের ঘোষণা করলেন উদ্ধব ঠাকরে, ত্যাগ করলেন মুখ্যমন্ত্রীর চেয়ার সহ বিধান পরিষদের সদস্যপদ

টিডিএন বাংলা ডেস্ক: আগামীকাল মহারাষ্ট্রে আস্থা ভোট হতে চলেছে। তার আগেই বুধবার ফেসবুক লাইভ করে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করলেন উদ্ধব ঠাকরে। উল্লেখ্য, উদ্ধব ঠাকরে ২৮ নভেম্বর ২০১৯-এ শপথ নেন এবং ২৯ জুন ২০২২-এ পদত্যাগ করলেন। মাত্র ৩১ মাস একদিন সরকার চালাতে পারলেন তিনি।
মহারাষ্ট্রের চরম রাজনৈতিক সংকটের মধ্যেই বুধবার রাতে সুপ্রিম কোর্ট শিবসেনার যুক্তি প্রত্যাখ্যান করে এবং বৃহস্পতিবারই আস্থা ভোট করার নির্দেশ দেয়। এর কিছুক্ষণ পরেই ফেসবুক লাইভে পদত্যাগের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। ইস্তফা দিতে রাজভবনে যাবেন উদ্ধব ঠাকরে। অন্যদিকে, বিদ্রোহী বিধায়করাও এদিন সন্ধ্যায় গোয়া পৌঁছেছেন।

উদ্ধব ঠাকরে এদিন ফেসবুক লাইভে শিন্ডে গোষ্ঠীর অভিযোগের বিষয়ে বলেন, আপনার কথাটি সঠিকভাবে বলা উচিত ছিল। উদ্ধব ঠাকরে আরো বলেন, যারা প্রতারিত হওয়ার আশঙ্কা করছেন তাদের একসঙ্গে থাকা উচিত। তিনি কংগ্রেসের কার্যকরী সভাপতি সোনিয়া গান্ধী এবং জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি) প্রধান শরদ পাওয়ারকে ধন্যবাদ জানিয়েছেন।

Related Articles

Back to top button
error: