রাজ্য
মুর্শিদাবাদ থেকে গ্রেফতার ৬ সন্দেহভাজন জঙ্গি, কেরল থেকে ৩
টিডিএন বাংলা ডেস্ক: বাংলা ও কেরল থেকে ৯ সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করেছে এনআইএ। এনআইএ সূত্রে খবর, মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় হানা দিয়ে ওই ৬ জনকে গ্রেফতার করা হয়। কেরলের এর্নাকুলাম থেকেও ৩ জন সন্দেহভাজন আল কায়দা জঙ্গিকে গ্রেফতার করেছে এনআইএ। ওই জঙ্গিদের দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদী হামলার ছক ছিল বলে এনআইএ সূত্রে দাবি।
এক বিবৃতিতে এনআইএ জানিয়েছে, কেরল ও পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন স্থানে আল কায়দার আন্তঃরাজ্য মডিউলের কথা জানতে পারে এনআইএ।