রাজ্য

উমার খালিদের মুক্তির দাবিতে ধৰ্মতলা, মালদা-মুর্শিদাবাদে বিক্ষোভ ওয়েলফেয়ার পার্টির

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: দিল্লির জওহরলাল নেহরু ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র ও এনআরসি বিরোধী আন্দোলনের জনপ্রিয় মুখ উমার খালিদের মুক্তির দাবিতে শুক্রবার বিক্ষোভ দেখায় ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া। দলটির রাজ্য সম্পাদক সারওয়ার হাসান বলেন, দেশে ফ্যাসিবাদী শাসন চলছে। সাম্প্রদায়িক লোকেরা ঘুরে বেড়াচ্ছে আর গণতন্ত্রকামী, মানবতাবাদী লোকদের গ্রেফতার করা হচ্ছে। দেশের মৌলিক সমস্যা থেকে নজর ঘোরাতেই উমার খালিদের মতো জনপ্রিয় ছাত্র নেতাদের গ্রেফতার করা হয়েছে। সরকার করোনা রোধে ব্যর্থ। শ্রমিকদের কথা ভাবছে না, যুবকদের কাজ নেই। নরেন্দ্র মোদি সরকার একটা ব্যর্থ সরকার।

কলকাতা ধর্মতলার মেট্রো চ্যানেলের কাছে ওয়েলফেয়ার পার্টি বিক্ষোভ দেখায়।সেখানে নেতারা বলেন, সিএএ,এনআরসি ও এনপিআর বিরোধী আন্দোলনকারীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। উপস্থিত ছিলেন রাজ্য সাধারণ সম্পাদক সারওয়ার হাসান,রাজ্য সভানেত্রী সাহাজাদী পারভীন,রাজ্য নেত্রী মানোয়ারা বেগম, রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য মামুন আকতার হোসেন,সেখ মোজাফফর,আবু তাহের আনসারী,সহ অন্যান্য নেতৃত্ব।

এদিকে এদিন মালদা শহরের রথবাড়ি মোড় থেকে ডিএম অফিস পর্যন্ত মিছিল করে দলটি। মিছিল শেষে জেলা শাসকের নিকট স্বারকলিপি প্রদান করে উমার খালিদের মুক্তির দাবি জানানো হয়। রাজ্য সহ সভাপতি শাজাহান আলী জানান, মোদি সরকার দেশের জনগণের জীবন নিয়ে খেলছে। দেশের প্রতি কোনও দায়বদ্ধতা নেই।
দলের মালদা জেলা সম্পাদক ইউসুফ আলী বলেন, কেন্দ্র সরকারের জনবিরোধী আইন সিএএ এর বিরুদ্ধে যারা আওয়াজ তুলেছিল তাদের কন্ঠ স্তব্ধ করতে নির্দোষ লোকদের নামে মিথ্যা মামলা দিচ্ছে। ওয়েলফেয়ার পার্টি তাই দেশজুড়ে আন্দোলনে নেমেছে।

মালদার মিছিলে উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার মালদা জেলা সভাপতি শাজাহান আলি, জেলা সহ-সভাপতি সাফিকুল আলম, ফ্রাটারনিটি মুভমেন্টের রাজ্য সভাপতি আরাফাত আলী সহ অনেকে।
এদিকে উমার খালিদ ইস্যুতে মুর্শিদাবাদের জঙ্গিপুর, সুতিতেও বিক্ষোভ করে ওয়েলফেয়ার পার্টি।

উপস্থিত ছিলেন পার্টির মুর্শিদাবাদ জেলা সভাপতি মাহফুজুর রহমান, ব্লক সভাপতি সাবির খান, জেলা কমিটির সদস্য হামিদ সেখ, ব্লক সম্পাদক মোঃ আজিমুদ্দিন সেখ ও পার্টির বিভিন্ন স্তরের কর্মী ও নেতৃত্ববৃন্দ। ভাঙড়েও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে দলটি।

Related Articles

Back to top button
error: