HighlightNewsআন্তর্জাতিকদেশ

৬ হাজার ভারতীয়কে এখন পর্যন্ত ইউক্রেন থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে: কেন্দ্রীয় মন্ত্রী

টিডিএন বাংলা ডেস্ক: ইউক্রেনের যুদ্ধকালীন পরিস্থিতিতে আটকে থাকা ২০ হাজার ভারতীয়দের মধ্যে এখনও পর্যন্ত প্রায় ৬ হাজার ভারতীয় নাগরিককে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয়েছে এবং বাকি আটকে থাকা ভারতীয় নাগরিক নিরাপদে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য সমস্ত রকম প্রচেষ্টা করছে কেন্দ্র। বুধবার এমনটাই জানালেন কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরলিধরন। এদিন একটি অনুষ্ঠানের মাঝে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি আরো জানান,” প্রায় ২০ হাজার ছাত্র এবং ভারতীয় নাগরিক ইউক্রেনে আটকে আছেন। তাঁদের মধ্যে ৪ হাজার মানুষকে ২৪ ফেব্রুয়ারির আগেই দেশে ফিরিয়ে আনা হয়েছে। আরো ২হাজার ছাত্রকে মঙ্গলবারের মধ্যে দেশে ফিরিয়ে আনা হয়েছে এবং বাকি আটকে থাকা ভারতীয় নাগরিকদের উদ্ধার করে নিয়ে আসার প্রচেষ্টা চলছে।”

এদিন কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরলিধরন আরো বলেন, উদ্ধার করে নিয়ে আসা মানুষের সংখ্যা বেশি হওয়ায় সৈন্য বিমান ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি, ইউক্রেনে আটকে থাকা ভারতীয় ছাত্রদের উদ্ধার করে আনার জন্য রোমানিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি এবং স্লোভাকিয়ার মত প্রতিবেশী দেশগুলির সহায়তা নেওয়া হচ্ছে। প্রসঙ্গত, ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার জন্য ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার অপারেশন গঙ্গা চালু করেছে। এই মিশনের আওতায় চব্বিশ ঘণ্টা উদ্ধার কাজ চালানো হচ্ছে।

Related Articles

Back to top button
error: