বিজেপিতে যোগ দিতে পারেন গোয়ার ৯ জন কংগ্রেস বিধায়ক, গুজব বলে জানাল কংগ্রেস

টিডিএন বাংলা ডেস্ক: মহারাষ্ট্রের পর এবার গোয়ার রাজনীতিতেও বড়সড় রদবদল হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, ১১ জনের মধ্যে ৯ জন কংগ্রেস বিধায়ক আজ বা আগামীকাল বিজেপিতে যোগ দিতে পারেন। এর মধ্যে একজন বা দুজন বিধায়ককে মন্ত্রীও করতে পারে বিজেপি। শনিবার, এই বিধায়করা গোয়ার একটি হোটেলে বৈঠক করেন। এখনও তাঁরা ওই হোটেলেই রয়েছেন।

যদিও কংগ্রেসের তরফে এই খবর অস্বীকার করা হয়েছে। গোয়ার প্রবীণ কংগ্রেস নেতা এপ্রসঙ্গে একটি হিন্দি দৈনিক সংবাদপত্রকে জানিয়েছেন, তাঁদের কোনও বিধায়ক বিজেপিতে যোগ দেবেন না। এগুলো শুধুমাত্র গুজব। শনিবার হোটেলে জড়ো হওয়া বিধায়করা সোমবার থেকে শুরু হওয়া অধিবেশন নিয়ে আলোচনায় ব্যস্ত ছিলেন।