HighlightNewsদেশ

৯ মাস পরে খুলল পুরী জগন্নাথ মন্দিরের দরজা; কঠোর নিয়মকানুন মেনে ৩ জানুয়ারি থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে পুরীর মন্দির

টিডিএন বাংলা ডেস্ক: দীর্ঘ ৯ মাস পরে খুলল পুরীর জগন্নাথ মন্দিরের দরজা।তবে এখনই জগন্নাথের দর্শন করতে পারবেননা সাধারণ মানুষ। পুরীর জগন্নাথ দেবের দর্শন এর জন্য তিনটি ধাপে অনুমতি দেয়া হয়েছে। প্রথম তিন দিন অর্থাৎ আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত শুধুমাত্র সেবায়েতের পরিবারের সদস্যরাই জগন্নাথ দেবের দর্শন করতে পারবেন। এরপর ৩১ ডিসেম্বর পর্যন্ত যাঁরা পুরীর বাসিন্দা শুধুমাত্র তাঁদেরই প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই শহরের ওয়ার্ডের ভিত্তিতে তারিখ দিয়ে এই তালিকা তৈরি করে দেওয়া হয়েছে। এরপর ৩ জানুয়ারি থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে পুরীর মন্দিরের দরজা। এর পাশাপাশি ভিড় এড়াতে এবং করোনা বিধির কথা মাথায় রেখে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা এবং মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

Related Articles

Back to top button
error: