HighlightNewsরাজ্য

জল, জমি ও জঙ্গলের অধিকারকে সুনিশ্চিত করতে সংবিধান বাঁচাও মঞ্চের পদযাত্রা, হাঁটলেন সুকৃতি রঞ্জন, কামরুজ্জামান সহ অনেকেই

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: দেশের মূল বাসিন্দা আদিবাসী সমাজের স্বার্থে উদ্বাস্তু মানুষের নাগরিকত্ব, এসসি এসটি ওবিসি সংরক্ষণের ১০০% রূপায়ণ, জল, জমি ও জঙ্গলের অধিকারকে সুনিশ্চিত করা সহ ৫ দফা দাবিতে ১৫ দিন ব্যাপী বিশাল পদযাত্রা শুরু করেছে সংবিধান বাঁচাও মঞ্চ। সেই পদযাত্রার দশমতম দিনে মিছিলে হাঁটলেন সংবিধান বাঁচাও মঞ্চের সভাপতি সুকৃতি রঞ্জন বিশ্বাস, অন্যতম সাধারণ সম্পাদক ও সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান, পাগল গোসাই, হরিবর বিশ্বাস, ডা. সজল বিশ্বাস প্রমুখ।

আজ মঙ্গলবারে নদীয়ার শিমুরালি থেকে উত্তর ২৪ পরগনার নওহাটা হয়ে গোপালনগর থানার পাল্লা বাজারে সমাপ্ত হয় আজকের এই পদযাত্রা। এদিনের সংবিধান বাঁচাও মঞ্চে
পদযাত্রার মাঝে মাঝে রাস্তার বিভিন্ন জায়গায় মতুয়া সম্প্রদায়ের মানুষেরা উলুধ্বনি ও পুষ্পবৃষ্টির মাধ্যমে পদযাত্রায় অংশগ্রহণকারীদের সম্মান জানান। আয়োজকরা জানিয়েছেন, আগামী ১০ ডিসেম্বর রবিবার এই পদযাত্রার সমাপ্তি ঘটবে কলকাতার রানী রাসমণি এভিনিউতে। ওইদিন বিভিন্ন সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিরা এই সভায় বক্তব্য রাখবেন।

Related Articles

Back to top button
error: