টিডিএন বাংলা ডেস্ক: ভারতের বাণিজ্য শহর হিসাবে বিখ্যাত মুম্বাইয়ে ব্যস্ত রাস্তায় হঠাৎ ভেঙে পড়ল একটি সেতু। এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় হতাহতের বা ক্ষয়ক্ষতির কোনো খবর এখনও পাওয়া যায়নি। ওই রাস্তার একটি সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে সেতু ভেঙে পড়ার মুহূর্তের দৃশ্য। সমাজমাধ্যমে ভিডিওটি পোস্ট করার পর অল্প সময়ের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। যদিও এই ভিডিওটির সত্যতা যাচাই করা টিডিএন বাংলার পক্ষে সম্ভব হয়নি।
জানা গিয়েছে, এই দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের চিপলুন শহরের মুম্বই-গোয়া জাতীয় সড়কে। দেশের মধ্যে অন্যতম ব্যস্ত একটি রাস্তা এটি। সম্প্রতি এই সড়কের উপর একটি সেতু নির্মাণের কাজ চলছিল। কাজ প্রায় শেষ হয়ে এলেও ওই সেতুর উপরে যান চলাচল এখনও শুরু করা হয়নি। তাই সেখানে যানবাহন বা সাধারণ মানুষ ছিল না। ঘটনাস্থলে শুধু একটি ক্রেন তখন সেতুতে কাজ করছিল। আচমকা সেতু ভেঙে পড়ায় ক্রেনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই সেতুর নীচে যা কিছু ছিল, তা-ও চাপা পড়ে গিয়েছে। সেই ব্যস্ত রাস্তায় এই ভাবে হঠাৎ সেতুর একাংশ ভেঙে পড়ায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা গিয়েছে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এই সেতু ভাঙার ঘটনায় সৌভাগ্য বসত কেউ আহত হয়নি। তবে যে কোনও মুহূর্তে বড় বিপদ ঘটতে পারত বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।
https://x.com/PTI_News/status/1713904508382642564?s=20