HighlightNewsরাজ্য

বাড়িতে আগুন লেগে মৃত্যু শিশুর, অগ্নিদগ্ধ মা, নেপথ্যে কি পারিবারিক বিবাদ?‌

টিডিএন বাংলা ডেস্ক : মাঝ রাতে হঠাৎ বাড়িতে আগুন লেগে মৃত্যু হল দু’বছরের শিশুর। অগ্নিদগ্ধ হয়েছেন শিশুটির মাও। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বুধবার রাতে মেদিনীপুর ব্লকের ছেড়ুয়া গ্রামের একটি বাড়িতে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিত্‍সাধীন শিশুটির মা। তবে কীভাবে আগুন লাগল, তা নিয়ে জানা যায়নি। তা নিয়ে চলছে ধোঁয়াশা। স্থানীয়দের দাবি, ওই পরিবারের স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনার অভাব ছিল। পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা ঘটেছে কি না তা নিয়েও উঠছে প্রশ্ন।

জানা গিয়েছে, বাড়ির মালিকের নাম শেখ কাশীরুদ্দিন। অগ্নিদগ্ধ হয় তাঁর স্ত্রী রুকসানা বিবি এবং তাঁদের দু’বছরের শিশু আবদুল মণ্ডলের মৃত্যু হয়েছে। ছেড়ুয়া বাজির গ্রাম হিসেবেই পরিচিত। সেখানে বাড়িতে বাড়িতে আতসবাজি তৈরি হয়। সেরকমই এক বাড়িতে আগুন ধরে যায় বুধবার রাতে। সেখান থেকেই আগুন লাগে বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। রাতেই দুজনকে মেদিনীপুর মেডিক্যালে পাঠানো হয়। বৃহস্পতিবার সকালে আবদুলের মৃত্যু হয়। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রুকসানা বিবি।

তবে রুকসানার পরিবারের দাবি, রুকসানার সঙ্গে কাশীরুদ্দিনের সদ্ভাব ছিল না। কিছুদিন আগে নাকি রুকসানাকে মারধর করা হয়েছিল। তাই তাঁদের দাবি, কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হোক। জেলা পুলিশ কর্মী, আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে সরেজমিনে খতিয়ে দেখছেন। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখার চেষ্টা চলছে।

Related Articles

Back to top button
error: