HighlightNewsদেশ

উত্তরপ্রদেশে ফের অত্যাচারিত এক দলিত, বাধ্য করা হল পা চাটতে, ভাইরাল ভিডিও

টিডিএন বাংলা ডেস্ক: ঘটনাস্থল উত্তরপ্রদেশের রায়বরেলি। দলিত সম্প্রদায়ের এক নাবালককে লাঞ্ছিত, অপমানিত হতে হলো এক দল তথাকথিত উচ্চ জাতের যুবকদের হাতে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে দলিত সম্প্রদায়ের ওই নাবালক যুবককে লাঞ্ছিত করা হচ্ছে এবং অভিযুক্তদের একজনের পা চাটতে বাধ্য করা হচ্ছে। ২ মিনিট ৩০ সেকেন্ডের ওই ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। উত্তর প্রদেশ থেকে ফের এধরনের ঘটনা প্রকাশ্যে আসতে সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, নাবালক দলিত ছেলেটি কানে হাত দিয়ে মাটিতে বসে রয়েছে যেন, তাকে শাস্তি দেওয়া হয়েছে। অভিযুক্তরা মোটরসাইকেলে বসে রয়েছে, তাদের মধ্যে কেউ কেউ হাসছে আবার কেউ কেউ ওই ছেলেটিকে ধমকাচ্ছে। এদের মাঝখানে নাবালক ছেলেটি মাটিতে বসে ভয়ে কাঁপছে। এরপর ওই ভিডিওতে দেখা যায় অভিযুক্তদের একজন নাবালক ছেলেটিকে “ঠাকুর” শব্দের বানান জিজ্ঞাসা করে যা, তথাকথিত উচ্চবর্ণদের পদবি বলে পরিচিত। শুধু তাই নয়, ওই অভিযুক্ত নাবালক ছেলেটিকে গালাগালি করে এবং জিজ্ঞাসা করে, যে সে এধরনের ভুল আবার করবে কি না? অপর একটি ভিডিওতে দেখা গেছে অভিযুক্তরা নাবালক ছেলেটির বিরুদ্ধে মারিজুয়ানা অর্থাৎ গাঁজা বিক্রির অভিযোগ করছে এবং ভিডিওতে দেখা যাচ্ছে নাবালক ছেলেটি সেই অভিযোগ ভয়ে ভয়ে স্বীকার করছে।

এই ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার পর পুলিশ এই ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, চলতি মাসের ১০ তারিখ ঘটনাটি ঘটে এবং ভুক্তভোগী ওই নাবালকের লিখিত অভিযোগ পাওয়ার পর অভিযুক্তদের গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, অভিযুক্তদের মধ্যে কয়েকজন তথাকথিত উচ্চবর্ণের যুবক।
পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন,”ভুক্তভোগী ছাত্রটি থানায় একটি অভিযোগ করে যার পরে যারা তাকে অপমানিত করেছিল তাদের বিরুদ্ধে উত্তরপ্রদেশ পুলিশ আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা করে। এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।”

জানা গিয়েছে, অপমানিত ওই নাবালকটি দশম শ্রেণীর ছাত্র। তার পরিবার বলতে শুধুমাত্র তার বিধবা মা রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অপমানিত ওই নাবালক এবং তার মা অভিযুক্তদের মধ্যে কয়েকজনের ক্ষেতে কাজ করেন এবং ছেলেটি সেই কাজের জন্য তার প্রাপ্য টাকা চাইতে গিয়েছিল। এতেই ওই ছেলেটির উপরে রেগে যায় অভিযুক্ত যুবকরা। এরপর তাকে গালিগালাজ এবং অপমানিত করা হয়। ভয় দেখিয়ে অভিযুক্তদের একজনের পা চাটতেও বাধ্য করা হয় ওই নাবালককে। যদিও এই তথ্য এফআইআর-এ সুনির্দিষ্টভাবে লেখা নেই।

Related Articles

Back to top button
error: