ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে মানবাধিকার সংগঠন এপিডিআরের প্রতিনিধি দল
নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মুর্শিদাবাদ: গঙ্গা ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এলেন মানবাধিকার সংগঠন এপিডিআরের প্রতিনিধি দল। শনিবার মুর্শিদাবাদের সামসেরগঞ্জের ধানঘরা, শিবপুর, ধুসরীপাড়া এলাকা পরির্দশন করেন সংগঠনের জেলা সভাপতি প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সনৎ কর, সম্পাদক জয়নাল আবেদীন, ব্লক সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান সহ অন্যান্য বিশিষ্টরা। এদিন অসহায় মানুষদের সাথে কথা বলেন তারা। পাশাপাশি ভাঙন কবলিত মানুষদের অবিলম্বে পুনর্বাসন ও ভাঙন রোধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন এপিডিআরের প্রতিনিধি দল।
পরে এপিডিআরের জেলা সভাপতি সনত কর জানান, ভাঙনে দুর্বিষহ অবস্থা সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের। অসহায় হয়ে পড়েছেন সামসেরগঞ্জ এলাকার হাজার হাজার মানুষ। আমরা তাদের সাথে কথা বললাম। পাশাপাশি ভাঙন কবলিত মানুষদের পুনর্বাসন ও ভাঙন রোধের ব্যবস্থা করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।