দেশ

রাশিয়ার ভাকসিন স্পুটনিক ভি-এর ট্রায়াল মঞ্জুর করল ভারত; ৪০ হাজার স্বেচ্ছাসেবীর ওপর হবে প্রয়োগ

টিডিএন বাংলা ডেস্ক: শেষ পর্যন্ত রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক’ ভিকে সম্মতি দিলো ভারত সরকার। ড্রাগ কন্ট্রোলার অফ ইন্ডিয়া ডক্টর রেড্ডিস ল্যাব ভ্যাকসিন এর দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের ট্রায়ালের অনুমতি দিয়েছে। ভারতের রেজিস্ট্রেশনের পর ৪০ হাজার স্বেচ্ছাসেবীর শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে।

চলতি বছরের সেপ্টেম্বর মাসে ডক্টর রেড্ডিস ল্যাব এবং রাশিয়ার আরডিআইএফ ভারতে স্পুটনিক’ বিনিয়ে একটি পার্টনারশিপে স্বাক্ষর করে। এই পার্টনারশিপ অনুযায়ী ভারত এক কোটি ভ্যাকসিন পাবে।কিন্তু ডিসিডিআই এই ভ্যাকসিনের ট্রায়ালে সম্মতি দেয় না। আসলে রাশিয়া প্রথম করোনার ভ্যাকসিন তৈরি করলেও এর ট্রায়াল এবং প্রক্রিয়াকরণ নিয়ে সারা বিশ্বে বিভিন্ন ধরনের মতানৈক্য রয়েছে। প্রাথমিকভাবে, ডিসিডিআই এই ভ্যাকসিনের ট্রায়ালে অসম্মতি দেয়। তবে শেষ পর্যন্ত রাশিয়ান ভ্যাকসিনের ট্রায়ালের জন্য ডিসিডিআইএর তরফ থেকে সম্মতি পাবার পর ডক্টর রেড্ডিস ল্যাবের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর জিবি প্রসাদ বলেন,”আমরা পুরো প্রক্রিয়ায় ডিসিডিআইয়ের বৈজ্ঞানিক কঠোরতা এবং পথনির্দেশনা গ্রহণ করি। আমাদের পরীক্ষার অনুমোদন পাওয়া একটি বড় পদক্ষেপ। আমরা মহামারীর মোকাবিলায় নিরাপদ এবং কার্যকর ভ্যাকসিন আনতে প্রতিশ্রুতিবদ্ধ।”

Related Articles

Back to top button
error: