দেশ

ভারতে আইএসআইএসের ব্রাঞ্চ! ১৫ জন অভিযুক্তকে শাস্তি দিল পাটিয়ালা হাউস আদালত

টিডিএন বাংলা ডেস্ক: ভারতে কুখ্যাত সন্ত্রাসবাদি সংগঠন আইএসআইএসের শাখা খোলার জন্য এবং ভারতের সহজ-সরল যুবকদের বিভ্রান্ত করে ওই সংগঠনে শামিল করার অভিযোগে দিল্লির পাটিয়ালা হাউস আদালত আইএসআইএস এর ১৫ জন সহযোগীর বিরুদ্ধে শাস্তি ঘোষণা করল। ওই জঙ্গী সংগঠনের সহযোগী ১৫ অভিযুক্তকে যথাক্রমে ১০ বছর, ৭ বছর এবং ৫ বছরের কারাবাস ছাড়াও জরিমানা দিতে নির্দেশ দিয়েছে আদালত। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অর্থাৎ এনআইএর তরফ থেকে বলা হয়েছে এই মামলা অদ্বিতীয় এবং এই ঘটনা ২০১৪ সালে আইএসআইএস এর প্রধানরা যে পদ্ধতিতে আতংকবাদ ছড়িয়ে দিতে চেয়ে ছিলেন ঠিক সেই থিওরিরই জ্বলন্ত উদাহরণ।

এনআইএর একজন প্রবীণ আধিকারিকের বক্তব্য অনুযায়ী, ২০১৫ সালে বিভিন্ন ফৌজদারি ধারায় এই মামলাটি নথিভুক্ত করা হয়েছিল, এক্ষেত্রে অভিযোগ করা হয়েছিল যে সন্ত্রাসী সংগঠন আইএসআইএসের নির্দেশে কিছু লোক ভারতে একটি সমবায় সংস্থা তৈরি করছে। যার নাম ছিল জুনেদ উল খলিফা এবং এর কর্তারা নিরীহ ভারতীয় যুবকদের বিভ্রান্ত করে সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটের মাধ্যমে সন্ত্রাসবাদী তৈরি করছিল এবং তাদের এই সংগঠনে নিয়োগ করছিল।

Related Articles

Back to top button
error: