চোর ডাকাতের দল… দিদিমণিদের রিটায়ারমেন্টে পাঠানোর ব্যবস্থা করছি; কালী পুজোর দিনে বিস্ফোরক দিলীপ ঘোষ

টিডিএন বাংলা ডেস্ক: কালী পুজোর দিনে খড়্গপুরের ১ নম্বর ব্লকের জফলা এলাকায়, চায়ে পে চর্চায় যোগ দিয়ে ফের তৃণমূলকে আক্রমণ করে দিলীপ ঘোষ বলেন, “সিপিএমের অত্যাচারকে পর্যন্ত মানুষ ভয় পায়নি। তাদের পাল্টে দিয়েছে। আর এটাতো কোনো পার্টিই নয়। চোর-ডাকাত মিলে এসে তৈরি করেছে।”শুধু তাই নয়, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে দিলীপ ঘোষের মন্তব্য,”দিদিমণিদের রিটায়ারমেন্ট পাঠানোর ব্যবস্থা করছি।”

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সকাল-সকাল এমন বিস্ফোরক মন্তব্যে পাল্টা জবাব দিতে পিছপা হয়নি তৃণমূলও। মেদিনীপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি অজয় মাইতির পাল্টা দাবি ২০২১-এর পরে আর এই জেলায় ঢুকবে বলে মনে হয় না। সব আসনেই তৃণমূল জিতবে। জবাবী হামলায় প্রায় একই হুমকি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। তার দাবি, একুশের বিধানসভা নির্বাচনের পর তৃণমূলকে খুঁজেই পাওয়া যাবে না। বাংলার মানুষ পাঠান-মুঘল-ইংরেজদেরও ভয় পায়নি। জঙ্গল আগাছাকে উপড়ে ফেলতে বেশি দিন লাগবে না।