রাজ্য

সকাল থেকেই পুণ্যার্থীদের ভিড় কালীঘাট মন্দিরে

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: কালীপুজোর সকাল থেকেই পুণ্যার্থীরা ভিড় জমিয়েছেন কালীঘাট মন্দিরে। করোনা পরিস্থিতিতে এবছর গর্ভগৃহ বন্ধ রাখা হয়েছে। ফলে কোন পুণ্যার্থী গর্ভগৃহে প্রবেশ করতে পারেননি। স্বাস্থ্যবিধি মেনে পুণ্যার্থীরা যাতে মন্দিরে প্রবেশ করেন তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয় মন্দির চত্বরে। পুলিশের তৎপরতাও নজরকাড়া। মনস্কামনা পূর্ণ করতে এই করোনা আবহের মধ্যেও দূর-দূরান্ত থেকে পুণ্যার্থীরা ভিড় করেছেন কালীঘাট মন্দিরে।

অমাবস্যা তিথিতে যখন সমস্ত শক্তিপীঠে কালী বা শক্তির আরাধনা তখন কালীঘাট ব্যতিক্রম। আর পাঁচটা দিনের মতই দেবী দক্ষিণাকালীর নিত্যপুজো ও দুপুরে ভোগের ব্যাবস্থা। কালিঘাটের বিশেষত্ব মেনে সন্ধ্যেবেলা অলক্ষ্মী পুজো করে অলক্ষ্মী বিদায় করা হয়।অলক্ষ্মী বিদায়ের পর মহালক্ষ্মীর পুজো হয়।

Related Articles

Back to top button
error: