HighlightNewsরাজ্য

বর্ণাঢ্য রক্তদান উৎসবের মাধ্যমে পলাশীতে অনুষ্ঠিত হল রাজ্য রক্ত যোদ্ধাদের মিলনমেলা

নিজস্ব প্রতিনিধি, টিডিএন বাংলা, নদীয়া: এক বর্ণাঢ্য রক্তদান উৎসবের মাধ্যমে পলাশীতে অনুষ্ঠিত হল রাজ্য রক্ত যোদ্ধাদের মিলনমেলা। ওরা কেউ এসেছে উত্তরবঙ্গ থেকে কেউবা সুন্দরবন। আর এভাবে সারা রাজ্যের প্রায় শতাধিক রক্তদানে যুক্ত সংস্থা ও কয়েকশ স্বেচ্ছাসেবকদের উপস্থিতিতে এক মহতী রক্তার্পণ উৎসব অনুষ্ঠিত হল নদিয়ার পলাশীর কালীগঞ্জের ঘাসুরিয়াডাঙায়। ইমার্জেন্সি ব্লাড সার্ভিস পরিচালিত ওই রক্তদান উৎসবে রবিবার স্বেচ্ছায় রক্ত দেন নারী-পুরুষ, যুবক-যুবতী সহ ১৬৩জন রক্তদাতা। সকাল থেকেই দেখা গেছে ডোনারদের লম্বা লাইন।

তবে শুধু রক্তদানই নয়, অনুষ্ঠানের আগে এলাকায় রক্তদানের গুরুত্ত তুলে ধরতে ৫কিমি দীর্ঘ বাইক র‍্যালীরও আয়োজন করে তারা। রক্তদানের মাধ্যমে এদিন ওরা মিলিত হল এক মিলন মেলায়। এতদিন ওরা পরিচিত ছিল ফেসবুকে সোশ্যাল মিডিয়ায়। এবার হল ভাব বিনিময়, কোলাকুলি আলিঙ্গন। সব মিলিয়ে এক উৎসব মুখর পরিবেশ। এদিনের মিলন মেলায় উপস্থিত প্রায়
ছয় শতাধিক অতিথিদের সানন্দে দুপুরের মাছ ভাতের যাবতীয় ব্যবস্থা করে স্থানীয় ঘাসুরিয়াডাঙা গ্রামবাসী। সন্ধ্যায় হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আর এভাবে সব জেলার রক্তযোদ্ধাদের একত্রিত করে রাজ্যের সীমানা পেরিয়ে ভিনরাজ্যেও রক্তদান পরিষেবা অটুট রাখার অঙ্গীকার করল ইবিএস পরিচালক ওসমান গণি খাঁন।

এদিন রক্ত দিতে এসে ছোট ছাদঘরের বাসিন্দা রোমিছা মন্ডল জানান, ৩কিমি হেঁটে রক্ত দিতে এসেছি। রক্ত দেওয়া আমার নেশা। এটা আমার ১৮তম রক্তদান।’ ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর বলেন, ‘বিপদে রক্তযোদ্ধারা যেভাবে হাসপাতালে ছুটে গিয়ে মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচাতে সাহায্য করে আমি তাদের কুর্নিশ জানাই।’

উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ওসি সৌরভ কুমার চ্যাটার্জি, কালীগঞ্জের বিধায়ক
নাসিরউদ্দিন আহমেদ, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর, করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহরায়, বাংলার অক্সিজেন ম্যান হিসেবে পরিচিতি সুন্দরবনের সৌমিত্র মন্ডল, শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত শিক্ষক সোহরাব হোসেন সহ বহু বিশিষ্ট জনেরা।

Related Articles

Back to top button
error: