HighlightNewsদেশ

নুপুর শর্মাকে গ্রেপ্তারের দাবি, সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ অক্ষুন্ন রাখার বার্তা দিয়ে যৌথ বিবৃতি মুসলিম সংগঠনগুলোর

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: বিশ্বনবী হজরত মোহাম্মদ স. এর বিরুদ্ধে অবমাননারকর মন্তব্যের জন্য নুপুর শর্মা- নবীন জিন্দালকে গ্রেপ্তার ও প্রতিবাদ আন্দোলনকে যারা হিংসাত্মকরূপ দেওয়ার ষড়যন্ত্র করছে প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে

রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ অক্ষুন্ন রাখার বার্তা দিলো একাধিক মুসলিম সংগঠন ও বিশিষ্টজনেরা। বিশেষ বৈঠক শেষে যৌথ বিবৃতিতে বলা হয়েছে, নুপুর শর্মা এবং নবীন জান্দালের এই লজ্জাজনক কাজ সারা বিশ্বে আমাদের প্রিয় দেশের ভাবমূর্তি চরম ভাবে ক্ষুন্ন করেছে। মুসলিম সমাজের দায়িত্বশীল সংগঠনসমুহের আজকের বৈঠক এই লজ্জাজনক কাজের নিন্দা করছে এবং তাদের দুজনকেই সংবিধান মাফিক আইনের আওতায় এনে যত দ্রুত সম্ভব গ্রেফতার করার দাবি জানাচ্ছে এবং আইন অনুযায়ী কঠোর শাস্তির ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছে। পাশাপাশি আমাদের দেশ একটি ধর্মনিরপেক্ষ দেশ। বিভিন্ন ধর্মের মানুষ শতাব্দী পর শতাব্দী ধরে একত্রে বসবাস করে আসছে। বৈচিত্র্যের মধ্যে ঐক্য এই দেশের সবচেয়ে বড় শক্তি। এখানকার মানুষ সকল ধর্মের সম্মানিত ব্যক্তিত্বদের সম্মান করে এবং তাদের ধর্মীয় অনুভূতির প্রতিও শ্রদ্ধাশীল। বিগত কয়েক বছর ধরে সারাদেশে সাম্প্রদায়িক লাইনে জনগণকে বিভক্ত করার চেষ্টা করা হয়েছে। আজকের এই বৈঠক থেকে এরও কঠোর নিন্দা জানানো হচ্ছে এবং ধর্মীয় ব্যক্তিত্বদের অবমাননাকারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হচ্ছে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার সাংবিধানিক অধিকার। তবে প্রতিবাদ আন্দোলন পরিচালনার সময় কেউ যেন ক্ষতিগ্রস্ত ও জনজীবন ব্যাহত না হয় সেদিকে প্রতিবাদ করার সময় প্রতিবাদকারীদের সতর্ক থাকার জন্য অনুরোধ করে প্রশাসনকে আমরা আরো সতর্ক থাকার আহ্বান জানিয়ে যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার পরিস্থিতি তৈরী না হয় এবং রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ অক্ষুন্ন থাকে তার বার্তাও দেওয়া হয়। প্রতিবাদ আন্দোলনকে যারা হিংসাত্মকরূপ দেওয়ার ষড়যন্ত্র করছে প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়ে কোন নিরাপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয় সে ব্যাপারটিকেও প্রশাসনকে নিশ্চিত করার আহ্বান জানানো হয় যৌথ বিবৃতিতে।

এদিন সুশীল সমাজ, সিভিল সোসাইটি, বিরোধী রাজনৈতিক দল এবং অন্যান্য শান্তিপূর্ণ সংগঠনকে লজ্জাজনক ঘটনার প্রতিবাদ সোচ্চার হওয়ার জন্য অনুরোধ জানায় মুসলিম সংগঠন ও বিশিষ্টজনেরা। বিবৃতিতে স্বাক্ষর করেন রেড রোডের ইমামে ইদায়েন কারী ফজলুর রহমান, জামায়াতে ইসলামী হিন্দের রাজ্য সভাপতি মাওঃ আব্দুর রফিক, ইমাম নাখোদা মসজিদের ইমাম মাওঃ শফিক কাশেমী, জমিয়তে উলাময়ে হিন্দের রাজ্য সভাপতি মাওঃ সামসুদ্দীন কাশেমী, জমিয়তে আহলে হাদিস পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক মাওঃ মারুফ সালাফী সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

Related Articles

Back to top button
error: