HighlightNewsরাজ্যশিক্ষা ও স্বাস্থ্য

বিদ্যুৎহীন বাড়ি, সংসারের অভাবকে জয় করে উচ্চমাধ্যমিকের চতুর্থ অর্পিতা মন্ডল

টিডিএন বাংলা ডেস্ক: বিদ্যুৎহীন ভাঙাচোরা টালির বাড়ি। বাবা অসুস্থ, অভাবের সংসারে কোনো ভাবে কষ্টেশিষ্টে চলে সংসার। কিন্তু সেই সংসারের অভাবকে জয় করে এবছর উচ্চমাধ্যমিকে সারা রাজ‍্যের মধ্যে চতুর্থ স্থান অধিকার করে সবাইকে অবাক করে দিল অর্পিতা মন্ডল। বাঁকুড়া জেলার সোনামুখীর বাসিন্দা অর্পিতা পাথরমোড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। ছোটবেলা থেকেই অর্পিতা ছিল মেধাবী ছাত্রী। সে যে ভালো ফল করবে সে বিষয়ে সন্দেহ ছিলনা করো। কিন্তু সে যে উচ্চমাধ্যমিকে চতুর্থ স্থান দখল করবে তা কল্পনা করতে পারেনি তার স্কুলের শিক্ষক শিক্ষিকারাও। এমনকি তার এই সাফল্যে বিস্মিত সে নিজেও।

বাবা অসুস্থ হওয়ার ফলে অর্পিতার পরিবারের খরচ থেকে তার পড়াশোনার খরচ সবেতেই সাহায্য করেন তার কাকা চন্ডিচরণ মন্ডল। তিনি তার ভাইজির এই সাফল্যে অত্যন্ত আনন্দিত হলেও পরবর্তীতে তার পড়াশোনার খরচ কিভাবে চালাবেন তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। যদিও তার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন বাঁকুড়ার জেলাশাসক।

Related Articles

Back to top button
error: