Highlightদেশ

যোগী রাজ্যে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে পুলিশের উপস্থিতিতে মারধর মুসলিম ব্যাক্তিকে

টিডিএন বাংলা ডেস্ক : যোগী রাজ্যে ফের নিগ্রহের শিকার এক মুসলিম ব্যক্তি। বছর ৪৫-এর ওই ব্যক্তিকে রাস্তা দিয়ে জোর করে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে , করা হচ্ছে মারধরও। একই সঙ্গে তাঁকে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে বাধ্য করছে ।

বুধবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশের কানপুর শহরে। কানপুরের বরুণ বিহার এলাকায়। অভিযুক্ত ওই মুসলিম ব্যক্তির নাম আফতার আহমেদ। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গেছে আক্রান্ত রিক্সাচলককে মারতে মারতে তাকে দিয়ে জোর করে বলানো হয় ‘জয় শ্রীরাম’-ও। তার কিশোরী মেয়ে কাঁদতে কাঁদতে বাবাকে বজরং দলের রোষের হাত থেকে বাঁচাতে চেষ্টা করলেও, তাতে কাজ হয়নি।
পুলিশ ছিল নীরব দর্শকের ভূমিকায়। এমনকী, পুলিশের হেফাজতে থাকাকালীনও ওই ব্যক্তিকে মারধর করেছে বজরঙ্গ দলের সদস্যরা, এমনটাই অভিযোগ।

কানপুর পুলিশ জানিয়েছে, বিয়েবাড়ির অনুষ্ঠানে ব্যান্ড পার্টির জোগান দেওয়া এক ব্যক্তি, তার ছেলে এবং জনা দশেক অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে দাঙ্গার অভিযোগ দায়ের হয়েছে। আক্রান্ত ব্যক্তি জানান, বেলা তিনটে নাগাদ ই-রিকশা চালিয়ে যাওয়ার সময় তাঁকে ঘিরে ধরে হামলা করা হয়। আক্রমণকারীরা তাঁকে এবং তাঁর পরিবারকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। পরবর্তীতে পুলিশ এসে তাদের উদ্ধার করে। ওই ব্যক্তি স্থানীয় একটি মুসলিম পরিবারের আত্মীয়। যাঁদের সঙ্গে হিন্দু প্রতিবেশীদের মামলা চলছে। পরস্পরের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে দুই পরিবার।

ঘটনার ভিডিও ভাইরাল হয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। ভিডিওটি ভাইরাল হতেই চাপে পড়েছে কানপুর পুলিশ। জনসম্মুখে এবং পুলিশের উপস্থিতিতে, কীভাবে তাকে মারধর করল বজরং দল, সেই প্রশ্ন উঠছে সোশ্যাল মিডিয়ায়। এরপরই ড্যামেজ কন্ট্রোলে নেমেছে তারা। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তারা মামলাটির তদন্ত করছে এবং হামলার ফুটেজ পরীক্ষা করছে। দক্ষিণ কানপুরের ডিসিপি রবীনা ত্যাগী জানিয়েছেন, কয়েকজনের নামে এবং কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। এবং পরবর্তীতে ঘটনায় জড়িত থাকায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Related Articles

Back to top button
error: