HighlightNewsরাজ্য

আবারও অসঙ্গতিপূর্ণ কথা মুকুল রায়ের, বারবার ঘুরে ফিরে আসছে ভারতীয় জনতা পার্টির কথা

নিজস্ব খবরঃ আবারো মুকুল রায়ের মুখে শোনা গেল অসঙ্গতিপূর্ণ কথাবার্তা। তার বক্তব্যে বারবার ঘুরেফিরে আসছে সেই ভারতীয় জনতা পার্টির কথা। যা নিয়ে ইতিমধ্যেই বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। সোশ্যাল মিডিয়াতে মুকুল রায়কে নিয়ে ট্রোল শুরু হয়েছে। ইতিপূর্বে কৃষ্ণনগরে গিয়ে সাংবাদিক বৈঠকে তিনি তৃণমূল কংগ্রেসের জায়গায় কয়েকবার ভারতীয় জনতা পার্টির নাম উল্লেখ করেছিলেন। কৃষ্ণনগরে ফের ভোট হলে বিপুল ভোটে জিতবে বিজেপি এমন মন্তব্যও করছিলেন তিনি। যা নিয়ে জল্পনা শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। অনেকে মুকুল রায়ের মানসিক পরিস্থিতি নিয়ে সন্দেহ পোষণ করেছিলেন। এবারও তিনি তৃণমূল কংগ্রেস এর পরিবর্তে ভারতীয় জনতা পার্টির নাম উল্লেখ করে বসলেন। তিনি যে তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছেন তাও যেন ভুলে যাচ্ছেন মুকুল রায়। এদিন তৃণমূল কংগ্রেসের এক মিটিংয়ে যোগ দিয়েছিলেন মুকুল রায়। মিটিং শেষে বেরিয়ে আসতেই সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হন মুকুল রায়। নির্বাচন কমিশনের কাছ থেকে তাদের কাছে মতামত চাওয়া হয়েছে কিনা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আমি যতদূর জানি এখনো পর্যন্ত ‘ভারতীয় জনতা পার্টির’ কাছে কোন মতামত চাওয়া হয়নি। তৃণমূল কংগ্রেসের জায়গাতে তিনি ‘ভারতীয় জনতা পার্টি’ বলে ফেলায় অস্বস্তিতে পড়েন অন্যান্যরা। তার কথাতে বারবার বিজেপির নাম আসছে কেন ? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমাকে যেমন প্রশ্ন করা হবে উত্তর তো তেমনই দেবো। তৃণমূলের কথা জিজ্ঞাসা করলে তৃণমূল, বিজেপির কথা জিজ্ঞাসা করলে বিজেপি হিসেবে উত্তর দেব।” আপনি তো কৃষ্ণনগর থেকে বিজেপির টিকিটে জিতেছেন এবার তৃণমূলের টিকিটে দাঁড়ালে কি আপনি জিতবেন ? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, “বিজেপির টিকিটে দাঁড়ালে আবারো জিতবো, কিন্তু তৃণমূলের টিকিটে দাঁড়ালে জিতবো কিনা সেটা জনগণ ঠিক করবে।” ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেসের ভালো ফল করার সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেস যে ভালো অবস্থানে আছে সে ব্যাপারে কোন সন্দেহ নেই। তিনি ত্রিপুরাতে যাচ্ছেন কিনা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “দল পাঠালে আমি নিশ্চয়ই যাব।” উল্লেখ্য যে, মুকুল রায় ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলেন। কিন্তু বিধানসভা ভোটের পরপরই তিনি আবারও তার পুরনো দল তৃণমূল কংগ্রেসে ফিরে এসেছেন।

Related Articles

Back to top button
error: