HighlightNewsদেশ

২০২২-এর উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করবে আম আদমি পার্টি; ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

টিডিএন বাংলা ডেস্ক: ২০২২-এর উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করবে আম আদমি পার্টি।একটি ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে এমনটাই ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। এ প্রসঙ্গে টুইটার নিজের ওই বক্তব্যের একটি ভিডিও টুইট করে অরবিন্দ কেজরিওয়াল বলেছেন,কিছু লোক তাকে জিজ্ঞাসা করেছিলো উত্তরপ্রদেশে অনেক রাজনৈতিক দল রয়েছে সেখানে আম আদমি পার্টি নতুন কি নিয়ে আসবে? আমরা স্বচ্ছ রাজনীতি নিয়ে আসব।যা ওই এতগুলি দল উত্তরপ্রদেশের মানুষকে দিতে পারেনি।

উত্তরপ্রদেশের রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ভ্রষ্টাচার এবং নোংরা রাজনীতির অভিযোগ করে কেজরিওয়াল আরো বলেন, উত্তরপ্রদেশের মানুষ অনেকগুলি রাজনৈতিক দলকে বিশ্বাস করেছে ভরসা করেছে, আর পরিবর্তে রাজনৈতিক দলগুলি তাদের পিঠে ছুরিকাঘাত করেছে। কেজরিওয়ালের দাবি, উত্তরপ্রদেশে এতদিন পর্যন্ত নির্বাচিত সরকারগুলি ভ্রষ্টাচার এবং দুর্নীতিগ্রস্ত।

শুধু তাই নয়,উত্তরপ্রদেশের মানুষদের উদ্দেশ্যে কেজরিওয়ালের প্রশ্ন দিল্লিতে যখন মহল্লা ক্লিনিক তৈরি হতে পারে তখন উত্তর প্রদেশ মহল্লা ক্লিনিক কেন তৈরি হয়নি? “দিল্লিবাসি যখন বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা পেতে পারেন তখন উত্তর প্রদেশের মানুষকে কেন দেওয়া হয় না?কানপুরে বসবাসকারী কোন ব্যক্তিকে কেন কলেজের জন্য দিল্লি আসতে হয়? কেন কাউকে তাদের বৃদ্ধ বাবা-মাকেগোরখপুর থেকে চিকিৎসার জন্য দিল্লিতে আসতে হয়?”

 

 

Related Articles

Back to top button
error: