রাজ্য

আকস্মিক হূদরোগে আক্রান্ত হয়ে চিরবিদায় নিলেন মৌলানা আজাদ একাডেমী এর কর্ণধার আব্দুল মজিদ সাহেব

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: ১৫ই অক্টোবর সন্ধ্যা সাতটা নাগাদ আকস্মিক হূদরোগে আক্রান্ত হয়ে সকলকে ছেড়ে পরপারে চলে গেলেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ দরদি, মৌলানা আজাদ একাডেমীর প্রতিষ্ঠাতা ও কর্ণধার জনাব আব্দুল মজিদ সাহেব। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। আব্দুল মজিদ সাহেব দীর্ঘদিন থেকে সুগার জনিত সমস্যায় ভুগছিলেন। তার প্রেসারের সমস্যাও ছিল। পরিবার সূত্রে জানা যায় দুই তিন দিন থেকে তার প্রেসার বেড়ে যায় ও সুগার ফল করে। অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় তার হৃদযন্ত্র স্তব্ধ হয়ে যায়। শুক্রবার বাদ জুমা ২ টা ৩০ মিনিটে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হবে। জনাব আব্দুল মজিদ সাহেব হাওড়া জেলার হাল্যান গ্রামে জন্মগ্রহন করেন। গ্রামে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করার পর তিনি কলকাতা মাদ্রাসা ও বঙ্গবাসী কলেজ থেকে শিক্ষা অর্জশ করেন। পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা বোর্ডের তিনি অন্যতম একজন সচিব ছিলেন। জনাব আব্দুল মজিদ সাহেবের উদ্যোগে গড়ে ওঠে মৌলানা আজাদ একাডেমী। পশ্চিমবঙ্গে সংখ্যালঘু শিক্ষার প্রসারে এই প্রতিষ্ঠানের ভূমিকা অবিস্মরনীয়। শিক্ষা দরদি এই মহান ব্যক্তি তার অক্লান্ত পরিশ্রম ও অধ্যাবসায় দিয়ে তিলে তিলে গড়ে তুলেছেন এই শিক্ষা প্রতিষ্ঠান। তাকে হারিয়ে আজ গোটা বাংলার শিক্ষা জগতে শোকের ছায়া নেমে আসে। তাঁর অসংখ্য গুণমুগ্ধ ছাত্র-ছাত্রীরা আকস্মিকভাবে তাঁকে হারিয়ে বিহ্বল হয়ে পড়েন। জনাব আব্দুল মুজিদ সাহেব শিক্ষা জগতে বিশেষ অবদানের জন্য কলম্ব থেকে বিশেষভাবে সম্মানিত হন। আব্দুল মুজিদ সাহেব ছিলেন অত্যন্ত নম্র-ভদ্র ও শান্ত প্রকৃতির উদার স্বভাবের মানুষ।
তাঁর মৃত্যুতে গভির শোক প্রকাশ করেছেন জামাতে ইসলামী হিন্দের প্রাক্তন রাজ্য সভাপতি মুহাম্মাদ নুরুদ্দীন, সংখ্যালঘু যুবফেডারেশেনের সম্পাদক কাম্রুজ্জামান,প্রমুখ।

Related Articles

Back to top button
error: